নামাজের আদব ও নামাজের জন্য স্বীয় সৌন্দর্য বজায় রাখাঃ

Posted by :- Mohammad Hossain

নফসের কামনা পূরোণে বাধাঁ সৃষ্টি করো, সে যেন প্রবল হয়ে না উঠে, নফস প্রবল হলে কলঙ্ক ও সর্বনাশ ডেকে আনবে। (কছিদায়ে বুরদা শরীফ)

"খুযুযিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ" কানযুল ঈমানের অনুবাদঃ আপন সৌন্দর্য্য অবলম্বন কর যখন মাসজিদে যাও। (পারা-০৮, সূরা আ'রাফ, আয়াত-৩১)

এই আয়াতের ব্যাখ্যায় সৈয়্যদ মুহাম্মদ নঈম উদ্দীন মুরাদাবাদী (রাহমাতুল্লাহি তায়ালা আলাইহী) বলেনঃ অর্থ্যাত্‍-সাজ গোজ পোষাক অন্য একটি বাণী হচ্ছে মাথা আচঁড়ানো, সুগন্ধি ব্যাবহার করা সাজ গোজের অন্তর্ভূক্ত এছাড়া সুন্নাত হচ্ছে যে, মানুষ যেন উত্তম আকৃতিতে নামাযের জন্য উপস্থিত হয় কেননা নামায হচ্ছে আল্লাহ তায়ালার সাথে মোনাজাত তথা গোপন আলাপ করা তাই সাজ গোজ করা, সুগন্ধি লাগানো মুস্তাহাব। যেমন সতর ঢাকা, পবিত্রতা অর্জন করা ওয়াজিব। (খাজাইনুল ইরফান)

সদরুশ শরিয়াহ, বদরুত তরিকাহ, হযরত আল্লামা আমজাদ আলী আজমী (রাহমাতুল্লাহি তায়ালা ওয়ালা আলিহি) বলেনঃ- নামায আদায় করার সময় জামা ইত্যাদির বোতাম থাকা যাতে বুক খোলা থাকে মাকরুহে তাহরীমী, অবশ্যই যদি ভিতরে অন্য কাপড় থাকে যাদ্বারা বুক খোলা থাকেনা তবে মাকরুহে তানযীহি। বাহারে শরিয়ত, খন্ড-০১, পৃষ্ঠা-৬৩০)

নামাজের আদব ও নামাজের জন্য স্বীয় সৌন্দর্য বজায় রাখাঃ নামাজের আদব ও নামাজের জন্য স্বীয় সৌন্দর্য বজায় রাখাঃ Reviewed by মইনীয়া যুব ফোরাম on 8:22 PM Rating: 5

No comments:

Powered by Blogger.