Pages

Wednesday, October 23, 2019

হাদিস পর্যালোচনাঃ মুহাম্মদ নাম রাখার ফযীলত সম্পর্কিত হাদিস পর্যালোচনা

মুহাম্মদ নাম রাখার ফযীলত সম্পর্কিত হাদিস পর্যালােচনা।
‘প্রচলিত জাল হাদিস' বইয়ের (মতিউর রহমান কৃত) ১৭৯ পৃষ্ঠায় নিন্মের হাদিস খানাকে জাল প্রমাণ করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছেন কিন্তু এই হাদিসটি জাল প্রমাণে একটিও গ্রহণযােগ্য দলীল তিনি দিতে পারেন নি।হযরত আবু উমামাহ (রা) হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন
- اخبرنا الشريف ابو الحسن محمد بن احمد بن المهتدي قال حدثنا الحسين بن أحمد بن عبد الله بن بكير المحدث قال حدثني ابو الحسن
حدثنا إسحاق بن عبد الله العسكري بنصيبين قال حامد بن حماد بن المبارك بن سیار بن محمد ابو يعقوب النصيبي قال حدثنا حجاج بن المنهال قال حدثنا حماد بن سلمة عن برد بن سنان عن مكحول عن أبي أمامة الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم:  " من ولد له مولود فسماه محمدا كان هو ومولوده فى الجنه
-“যার সন্তান জন্ম নিল সে আমার পবিত্র নাম হতে বরকত হাসিল করার নিমিত্তে তার নবজাতকের নাম মুহাম্মদ রাখবে তবে সে এবং তার সন্তান দু'জনই বেহেশতে যাবে।” উক্ত হাদিস সম্পর্কে আল্লামা আযলুনী (র) বলেন
উক্ত হাদিস সম্পর্কে আল্লামা আযলুনী (র) বলেন

رواه ابن عساكر عن أمامة رفعه قال السيوطي: هذا أمثل حديث ورد في هذا الباب وإسناده حسن
“উক্ত হাদিসটি ইমাম ইবনে আসাকীর তার তারীখে দামেস্কে হযরত আবু উমামা (রা) হতে মারফু সূত্রে বর্ণনা করেন। ইমাম জালালুদ্দীন সুয়ূতি  বলেন হাদিসটির সনদ হাসান” পর্যায়ের।"
* ইমাম ইবনে আসাকির : তারীখে দামেস্ক : ১৩১৭৭ পৃ.
* ইমাম মানাৰী ঃ ফয়জুল কাদীরে ২৩৭ পৃষ্ঠা হাদিসঃ ১০৮৪* ইবনে কাইয়ুম : মানারুল মুনীফ : ৬১ পৃষ্ঠা
* আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী : আহকামে শরীয়তে ১৮০ পৃষ্ঠা * * ইমাম ইবনে বুকাইর ঃ ফযলুল মিন ইসমু আহমদ ওয়া মুহাম্মদ ঃ ১৫৮ পৃষ্ঠা * * ইমাম জালালুব্দীন সুয়ূতি : আল লাআশীল মাসনূজঃ ১১০৬
* শায়খ ইউসূফ নাৰহানী ঃ যাওয়াহিরুল বিহার : ৩৩৮৫
* আল্লামা আলুনী : কাশফুল খাফা : ২২৫৪ . হালিশ ২৬৪৩
* ইবনে কাইয়ুম : মানারুল মুনীফ : ৬১ পৃষ্ঠা
* আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী : আহকামে শরীয়তে ১৮০ পৃষ্ঠা * * ইমাম ইবনে বুকাইর ঃ ফযলুল মিন ইসমু আহমদ ওয়া মুহাম্মদ ঃ ১৫৮ পৃষ্ঠা * * ইমাম জালালুব্দীন সুয়ূতি : আল লাআশীল মাসনূজঃ ১১০৬
* শায়খ ইউসূফ নাৰহানী ঃ যাওয়াহিরুল বিহার : ৩৩৮৫
* আল্লামা আলুনী : কাশফুল খাফা : ২২৫৪ . হালিশ ২৬৪৩
* ইমাম সুয়তী : মুখতাসারুল মওআত : ১৮৫ পৃ
সুতারাং প্রমান হয়ে গেল হাদিসটি নিঃসন্দেহে “হাসান" বা গ্রহণযােগ্য। অনুরূপ আরও হাদিস রয়েছে যেমন : ইমাম জাফর সাদেক (র) তার পিতা ইমাম বাকের (র) হতে ইমাম বাকের (র) হযরত আলী (রা) হতে বর্ণনা করেন:-

اذا كان يوم القيامة ناد منادی من اسمه محمد فيدخل الجنة بكر امة اسمه صلی الله عليه و سلم
-“কিয়ামতের ময়দানে আল্লাহ তায়ালা মুহাম্মদ নামের ব্যক্তিদেরকে ডাকবেন। তাপর বলবেন তােমরা সবাই জান্নাতে চলে যাও। এটা শুধু আল্লাহ তা'য়ালার হাবীব (দ) এর মহত্ব ও বড়ত্ব দেখানাের জন্য এ মর্যাদা।"
* ইমাম কাজী আয়াত : শিফা শরীফ : ১১০৫ পৃষ্ঠা
* শায়খ ইউসূফ নাৰহানী : যাওয়াহিরুল বিহার : ৩৮৫

No comments:

Post a Comment