Pages

Wednesday, October 23, 2019

শানে আল্লাহ সুবহানু তায়ালা ও শানে মুস্তফা (ﷺ) :

বিসমিল্লাহহির রাহমানির রাহীম
ﺑِﺴْـــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ

বিষয়ঃ শানে আল্লাহ সুবহানু তা'য়ালা ও শানে মুস্তফা (ﷺ) 
written by (Masum Billah Sunny)
_____________________________
♥ শানে আল্লাহ সুবহানু তা'য়ালাঃ
_____________________________
★ ”পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও তাঁর (আল্লাহর) বাক্যবলী (গুণের কথা) লিখে শেষ করা যাবে না।
নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”-
(সূরা লোকমান,আয়াতঃ ২৭)
★ ”বলুনঃ আমার পালনকর্তার কথা,লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনূরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও।”-
(সূরা কাহফ,আয়াতঃ ১০৯)
__________________
♥ শানে মুস্তফা (ﷺ) :
__________________
৪০→ প্রশংসাকারীগণ আপনার কি প্রশংসা করবে?
লেখকেরাই বা আপনার গুণগান কতটুকু লিখতে পারবে?
৪১→
আল্লাহর শপথ! সকল সমুদ্রও যদি কালিতে পরিণত হয়, আর গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয়।
৪২→ তবুও জ্বীন-ইনসান তাঁর মহিমা লিখে শেষ করতে পারবে না। তাঁর মর্যাদার সঠিক উপলব্ধিও তাদের পক্ষে সম্ভব নয়।
৪৩→ হে আমার সরদার! আমার হৃদয় আপনারই আসক্ত। আমার প্রাণ শুধু আপনারই ভালবাসায় পরিপূর্ণ।
৪৪→ আমি যখন চুপ থাকি, তখন আপনার কথাই চিন্তা করি।
আবার যখন কথা বলি, আপনারই প্রশংসা করি।
৪৫→ যখন কিছু শুনি, তখন আপনারই উত্তম কোন বাণী শুনি।
যখন কিছু দেখি শুধু আপনাকেই দেখি।""
[ইমামে আজম নু'মান বিন সাবিত (আবু হানিফা) রহ.]-(৮০-১৫০হিঃ)→স্বীয় কিতাব [কাসীদায়ে নু'মান]

No comments:

Post a Comment