Pages

Sunday, November 3, 2019

মক্কায় প্রত্যাবর্তন

প্রসঙ্গঃ দাদা আবদুল মুত্তালিব-এঁর প্রতিপালনে কিশোর নবী [ﷺ]
============
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, ছয় বৎসর বয়সে নবী করিম [ﷺ] মায়ের বুক হারান। বিবি আমেনা (رضي الله عنها) আবওয়া নামক স্থানে দাফন করে উম্মে আয়মন (رضي الله عنه) কিশোর নবীকে নিয়ে মক্কায় ফিরে আসেন। মায়ের অসিয়ত অনুযায়ী নবী করিম [ﷺ] উম্মে আয়মনকে (বারাকাহ) মা বলে সম্বোধন ও করতেন সম্মান করতেন এবং বলতেন- "আমার মায়ের ইন্তেকালের পর উম্মে আয়মনেই আমার মা।”

পরবর্তীকালে বিবি খদিজার (رضي الله عنها) সাথে হুযুরের বিবাহের পর উম্মে আয়মনকে আযাদ করে দিয়ে নবী করিম [ﷺ] নিজ পালিত পুত্র (বিবি খদিজার (رضي الله عنها) কর্তৃক দানকৃত গোলাম) যায়েদ ইবনে হারেছা (رضي الله عنه)-এঁর সাথে তাঁকে দ্বিতীয়বার বিবাহ দেন। সে ঘরে উসামা ইবনে যায়েদ (رضي الله عنه) জন্মগ্রহণ করেন। নবী করিম [ﷺ] উসামা (رضي الله عنه)-কে আপন নাতিতুল্য আদর করেতেন। মক্কা বিজয়ের দিন তিনি আপন উটের পিছনে যুবক উসামাকে (رضي الله عنه) বসিয়েছিলেন। নবী করিম [ﷺ] ইন্তেকালের পূর্বমূহুর্তে উসামা (رضي الله عنه)-কে সেনাপতি করে এক অভিযানে প্রেরণ করেছিলেন- ৮ম হিজরীতে সংঘটিত মুতার যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য। কিন্তু নবিজীর শেষ অবস্থার সংবাদে পথিমধ্য হতে উসামা (رضي الله عنه) মদিনায় ফিরে আসেন। হযরত আবু বকর (رضي الله عنه) খলিফা নিযুক্ত হয়ে রবিউল আউয়াল মাসের শেষের দিকে উসামা (رضي الله عنه) নেতৃত্বে স্থগিত অভিযানটি পুনরায় প্রেরণ করেন। যুদ্ধে রোম বাহিনীকে পরাজিত করে মুতার যুদ্ধের প্রতিশোধ নিয়ে এবং বিপুল গণিমতের মাল নিয়ে তিনি মদিনায় ফিরে আসেন। এই বিজয়ে মুসলমানদের মধ্যে নতুন শক্তির সঞ্চয় হয়েছিল এবং পরবর্তী অভিযানসমূহে এই বিজয় বিশেষ প্রভাব বিস্তার করেছিল।

যা হোক- মক্কায় ফিরে আসার পর নবী করিম [ﷺ]-এঁর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন দাদা আবদুল মোত্তালিব। দু’বৎসর দাদার আপত্যস্নেহে লালিত পালিত হয়ে ৮ বৎসর বয়সে নবী করিম [ﷺ] দাদার ছায়া থেকেও বঞ্চিত হন। আবদুল মোত্তালিব আপন নাতি কিশোর নবীকে কত ভালোবাসতেন, তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন ইবনে কাছির তাঁর বেদেয়া ও নেহেয়া গ্রন্থে। খানায়ে কা’বার মোতাওয়াল্লী হিসেবে আবদুল মোত্তালিবের ছিল বিরাট প্রতাপ। হেরেম শরীফের চত্বরে আবদুল মোত্তালিবের জন্য ফরাশ বিছানো-হতো। কিন্তু কিশোর নবী দাদার আগমনের পূর্বেই এসে ঐ ফরাশে বসে যেতেন। আবদুল মোত্তালিবের আগমন হলে হুযুরের চাচাগণ তাকে টেনে সরিয়ে আনতে চেষ্টা করত। কিন্তু আবদুল মোত্তালিব তাদেরকে বারণ করতেন এবং নবী করিম [ﷺ]-এঁর পিঠে হাত বুলিয়ে নিজের কাছে টেনে নিতেন আর বলতেন- "মোহাম্মদ [ﷺ]-এঁর মর্যাদা অনেক অনেক উঁচু হবে।” আবদুল মোত্তালিবের মৃত্যু ঘনিয়ে আসলে একদিন উম্মে আয়মনকে ডেকে বললেন- "হে বারাকাহ, আমার এই সন্তানের যত্ন করতে তুমি ভুলে যেয়োনা। কেননা, আমি আহলে কিতাবদেরকে বলাবলি করতে শুনেছি যে, আমার এই সন্তান শেষ যামানার নবী হবেন।” (বেদায়া ও নেহায়া)

No comments:

Post a Comment