Pages

Wednesday, December 4, 2019

জাবির (রা) বর্নিত নুর সম্পর্কিত হাদিসটি কি জাল?


"বিসমিল্লাহ হির রাহমানির রাহিম"

Hadith E Noor of Jabir Bin Abdullah (Ra)
Is It Muwdu Hadith?

By (Masum Billah Sunny)

আরো বিস্তারিত ছবিসহ এখানে :

জাবির (রা) এর হাদিসে নুর বিশ্লেষণ (পর্ব ১)

Click Here

আজ কাল ওহাবী সালা সহিহ হাদিসকে জাল বানানোর খেলায় মেতেছে।
আসুন এই হাদিসটি জাল নাকি সহিহ বিশ্লেষন করে দেখি । যা যা নিচে আলোচিত হয়েছে :-

(i) জাবের (রা) ও ওমর (রা) এর বর্নিত এই হাদিসে নুরই সৃষ্টি তত্বের ব্যখ্যা দিতে পারে অন্য কোন হাদিস প্রথম সৃষ্টির ব্যখ্যা Clear করতে পারে না।

(ii) এই হাদিসখানা মুসান্নাফ কিতাবে আছে বা ছিল এই ২টার প্রমান ছবিসহ। যারা বর্ননা করেছেন তাদের সনদসহ Biography সহ তাদের শিক্ষক ও ছাত্রদের নাম সহ বর্ননা করা হল।

(iii) এই হাদিসকে কয়েকজন ওহাবী নেতা ছাড়া কেউ জাল বলেনি তার প্রমান।

(iv) ওহাবীদের সহিহ হাদিসকে জাল প্রমান করার চেষ্টা এবং সর্বপ্রথম সৃষ্টি কলম নয় রাসুলুল্লাহ (সা) আর ওনার নুর থেকে  বাকি সব সৃষ্টি করা হয় ।

তারা এই হাদিসটিকে মনগরা ইচ্ছামত বর্ননা করে থাকে যেটা পরলেই যেন বুঝা যায় যে এটা জাল হাদিস কিন্তু আসল হাদিস তারা জেনে শুনে গোপন করে।
হাদিসটি নিম্নরোপ :-


حضرت جابر بن عبد اﷲ رضی اﷲ عنہما سے مروی ہے فرمایا کہ میں نے بارگاہِ رسالت مآب صلی اللہ علیہ وآلہ وسلم میں عرض کیا : یا رسول اﷲ! میرے ماں باپ آپ پر قربان! مجھے بتائیں کہ اﷲ تعالیٰ نے سب سے پہلے کس چیز کو پیدا کیا؟ حضور نبی اکرم صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا : اے جابر! بے شک اﷲ تعالیٰ نے تمام مخلوق (کو پیدا کرنے) سے پہلے تیرے نبی کا نور اپنے نور (کے فیض ) سے پیدا فرمایا، یہ نور اللہ تعالیٰ کی مشیت سے جہاں اس نے چاہا سیر کرتا رہا۔ اس وقت نہ لوح تھی نہ قلم، نہ جنت تھی نہ دوزخ، نہ (کوئی) فرشتہ تھا نہ آسمان تھا نہ زمین، نہ سورج تھا نہ چاند، نہ جن تھے اور نہ انسان، جب اﷲ تعالیٰ نے ارادہ فرمایا کہ مخلوق کو پیدا کرے تو اس نے اس نور کو چار حصوں میں تقسیم کر دیا۔ پہلے حصہ سے قلم بنایا، دوسرے حصہ سے لوح اور تیسرے حصہ سے عرش بنایا۔ پھر چوتھے حصہ کو (مزید) چار حصوں میں تقسیم کیا تو پہلے حصہ سے عرش اٹھانے والے فرشتے بنائے اور دوسرے حصہ سے کرسی اور تیسرے حصہ سے باقی فرشتے پیدا کئے۔ پھر چوتھے حصہ کو مزید چار حصوں میں تقسیم کیا تو پہلے حصہ سے آسمان بنائے، دوسرے حصہ سے زمین اور تیسرے حصہ سے جنت اور دوزخ بنائی۔ ۔ ۔ یہ طویل حدیث ہے۔

অর্থ : হযরত জাবির (রা:) আরজ করলেন, ইয়া রাসুলুল্লাহ صلى الله عليه و آله وسلم !!
আমার পিতা-মাতা আপনার কদম মোবারক এ কোরবানি হোক,
আপনি বলে দিন যে আল্লাহ্‌ পাক সর্ব প্রথম কি সৃষ্টি করেছেন?
রাসুলুল্লাহ  صلى الله عليه و آله وسلم বললেন”

হে জাবের, নিশ্চই আল্লাহ্‌ তা'য়ালা সর্ব প্রথম স্বীয় (নিজ) নূর হতে তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন !!”

তারপর সেই নূর আল্লাহর কুদরতে ও ইচ্ছায় ভ্রমণ রত ছিল। কেননা ঐ সময় 
লাওহ-কলম , জান্নাত – জাহান্নাম
ফেরেশতা , আসমান- জমিন কিছুই ছিল না ।
তারপর আল্লাহ্‌ মাখলক সৃষ্টি করার ইচ্ছা করলেন..
তখন এই নূর কে ৪ ভাগ করলেন..
প্রথম ভাগ দিয়ে কলম;
দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে-মাহফুজ;
তৃতীয় ভাগ দিয়ে আরশ এবং চতুর্থ ভাগ দিয়ে
বাকি সবকিছু সৃষ্টি করলেন....।

Translation : It is narrated by Imam Abdur Razaq from Mua'mar, from Ibn al-Mankadr, from Jabir ibn `Abd Allah said to the Prophet (Peace Be Upon Him) : "O Messenger of Allah (Peace Be Upon Him), may my father and mother be sacrificed for you, tell me of the first thing Allah created before all things." He (Peace Be Upon Him) said: "O Jabir, the first thing Allah created was the light of your Prophet from His light, and that light remained (lit. "turned") in the midst of His Power for as long as He wished, and there was not, at that time, a Tablet or a Pen or a Paradise or a Fire or an angel or a heaven or an earth. And when Allah wished to create creation, he divided that Light into four parts and from the first made the Pen, from the second the Tablet, from the third the Throne, [and from the fourth everything else]......."

Chain of this hadtih :
হাদীসের সনদটি নিম্নরূপ :

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম


জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু


মুহাম্মাদ বিন মুনকাদার রাহমাতুল্লাহি আলাইহি


মা’মার বিন রাশীদ রহমাতুল্লাহি আলাইহি


আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি।

Note : হযরত জাবের (রা) থেকে উক্ত হাদিসের সনদখানা ইমাম বুখারীর দাতা এবং শিক্ষক আব্দুর রাজ্জাক ইবনে হুমাম (রহ) ওনার "জান্নাতুল খুলদ" কিতাবে লিপিবদ্ধ করেছেন। উক্ত হাদিস খানা  শাব্দিক পরিবর্তন সহ ""উমর ইবনুল খাত্তাব (রা) " থেকে "ফাওয়ায়িদ" কিতাবেও বর্নিত আছে। নিচে সেটাও ছবি আকারে দেয়া হয়েছে।

References
►Musannaf Abdur Razaq, al-Juz al-Mafqud min al-Juz al-Awwal min al-Musannaf Abdur Razaq, Page No. 99, Hadith Number 18

►Qastalani in Mawahib ul Laduniyah Volume 001, Page No. 71,
►Zurqani in Sharah Mawahib ul Laduniyah Volume 001, Page No. 89-91,


►Ajluni in Kashf al-Khafa (وقال : رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد اﷲ رضي اﷲ عنهما) Volume 001, Page No. 311, Hadith Number 827,
Imam 'Ajluni nain farmaya:
"Yeh Abdur Razzaq ki rawyat hay jisy unhoun nain apni Sanad say rawayat kiya hay."

ইমাম আজলুনী (রহ) বলেন, " এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি নিজ সনদে তা বর্ননা করেছেন "

►Halabi in his Sirah Volume 001, Page No. 50,

►Ashraf Ali Thanvi in Nashar ut-Tib Volume 001, Page No. 13


From : 'Iydarusi
Book : Tarekh An Nur as Saafir
Volume : 1
Page : 8

Imam 'Iydarusi nain farmaya:
"Yeh Abdur Razzaq ki rawyat hay jisy unhoun nain apni Sanad say rawayat kiya hay."

ইমাম ইয়দারুসি (রহ) বলেন," এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি স্বয়ং নিজ সনদে বর্ননা করেছেন "

From : Muhaddith 'Abdur Haq Dihlavi
Book : Madarij al-Nubuwwa

He declared this Hadeeth Sound and Authentic

মুহাদ্দিসে আব্দুল হক দেহলভী (রহ) বলেন, " এই হাদিস বিশুদ্ধ এবং সহিহ "

[Madarij al Nabuwah, Volume No.2, Page No. 2 (Persian edition), Volume No.2, Page # 13 (Urdu Edition), Published by Shabbir Brothers, Urdu, Bazaar Lahore.]

From : Ahmad al-Shami Son of Ibn e `Abidin 
Book : commentary on Ibn Hajar al-Haytami's poem al-Ni`mat al-kubra `ala al-`alamin

From : Nabhani
Book : Jawahir Al Bihar
Volume : 3
Page : 354


এই হাদিসটি আরো বিভিন্ন কিতাবে বর্নিত আছে:-

♦দালায়েলুন নবুওয়াত ১৩/৬৩
♦যুরকানী ১/৪৬
♦রুহুল মায়ানী ১৭/১০৫
♦মাতালেউল মাসাররাত ২৬৫ পৃ
♦ফতোয়ায়ে হাদীসিয়া ১৮৯ পৃ
♦আন-নিআমাতুল কুবরা ২ পৃ
♦হাদ্বীকায়ে নদীয়া ২/৩৭৫
♦দাইলামী শরীফ ২/১৯১
♦মাকতুবাত শরীফ ৩ খন্ড ১০০ নং
♦মওজুয়াতুল কবীর ৮৩ পৃ
♦ইনছানুল উয়ুন ১/২৯
♦নূরে মুহম্মদী ৪৭ পৃ
♦আল আনোয়ার ফি মাওলিদিন নবী ৫ পৃ
♦আফদ্বালুল ক্বোরা
♦তারীখুল খমীস ১/২০
♦নুজহাতুল মাজালিস ১ খন্ড
♦দুররুল মুনাজ্জাম ৩২ পৃ
♦কাশফুল খফা ১/৩১১
♦তারিখ আননূর ১/৮
♦আনোয়ারে মুহম্মদীয়া ১/৭৮
♦আল মাওয়ারিদে রাবী ফী মাওলীদিন নবী ৪০ পৃষ্ঠা ।
♦তাওয়ারীখে মুহম্মদ
♦আনফাসে রহীমিয়া
♦মা’ য়ারিফে মুহম্মদী
♦মজমুয়ায়ে ফতোয়া ২/২৬০
♦আপকা মাসায়েল আওর উনকা হাল ৩/৮৩
♦শিহাবুছ ছাকিব ৫০
♦মুনছিবে ইছমত ১৬ পৃ
♦রেসালায়ে নূর ২ পৃ
♦হাদীয়াতুল মাহদী ৫৬পৃ
♦দেওবন্দী আজিজুল হক অনুবাদ কৃত বুখারী শরীফ ৫/৩


************************************************

The Proof of existing this Hadith in Musannaf :-
 মুসান্নাফ কিতাবে এই হাদিস আছে এবং ছিল তার প্রমান :-

★★★ হাদিসের মান ও নির্ভরযোগ্যতা যাচাই:-


★ ★ ইমাম বায়হাকী [Born : 384 AH/994 CE
Died : 458 AH/1066 CE]

তিনি উক্ত বিশুদ্ধ হাদীস শরীফ খানা নিজ কিতাবে সহীহ বলে উল্লেখ করেছেন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা বায়হাক্বী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বায়হাক্কী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয় – ” ইমাম বায়হাক্কী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন স্বীয় যুগের হাদীস শরীফ এবং ফিক্বাহ শাস্ত্রের অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব। উম্মত যাদের মাধ্যমে খুব উপকৃত হয়েছে এবং হাফিজে হাদীস এমন সাত ব্যক্তি ছিলেন তাদের যাদের গ্রন্থ সবচাইতে উৎকৃষ্ট বলে স্বীকৃত। সেই সাত জনের একজন হলেন, ইমাম বায়হাক্বী রহমাতুল্লাহি আলাইহি ।”

দলীল-
√ আসমাউর রেজাল-বাবু আইম্মাতুল হাদীস।

★ এই জগৎবিখ্যত মুহাদ্দিস ইমাম, আল্লামা বায়হাক্বী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে বর্ননা করেন–

ان الله تعالي خلق قبل الاشياء نور نبيك

“….. নিশ্চয়ই মহান আল্লাহ পাক সর্ব প্রথম উনার নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার “নূর” মুবারক সৃষ্টি করেন।”

দলীল-
√ দালায়েলুন নবুওয়াত লিল বায়হাক্বী ১৩ তম খন্ড ৬৩ পৃষ্ঠা।

উক্ত হাদিস সম্পর্কে সমর্থনকারী Islamic Scholars দের বিবৃতি দ্বারা উপরোক্ত সনদ এবং হাদিসের মান নির্নয় করি :-

★ শাইখ আব্দুল কাদির জিলানী (রহ) [পিরে পিরানী,মিরে মিরানী, গাউসে সামাদানী, মাহবুবে সুবহানী, গাউসুল আযম দস্তগীর (রহ), ওফাত ৫৬১ হিজরি]

তিনি তার বিখ্যাত [Sirr al-asrar fi ma yahtaju ilayh al-abrar (p. 12-14 of the Lahore edition)] কিতাবে বলেন, আমি (রাসুল) আল্লাহর (নুর) থেকে সৃষ্টি আর আমার (নুর) থেকে সমস্ত বিশ্বাসীগন (ও সমস্ত কিছু) সৃষ্টি।
তিনি আরো বলেন, রাসুল (সা) এর নুর থেকে আল্লাহর আরশ সৃষ্টি এবং এমন আরো কিছু (যা হাদিসে প্রথম) সৃষ্টি যেমন কলম, বুদ্ধিমত্তা [The Secret of Secrets (Cambridge: Islamic Texts Society, 1994)]


★ ইবনে আল-হাজ্ব আল-আবদারী ( ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ, ওফাত ৭৩৬ হি) তিনি তার [ al-Madkhal (2:34 of the Dar al-kitab al-`arabi in Beirut)] কিতাবে বর্ননা করেছেন [al-Khatib Abu al-Rabi` Muhammad ibn al-Layth's book Shifa' al-sudur] কিতাব থেকে যেখানে বলা হয়েছে : " সর্বপ্রথম আল্লাহ রাসুলুল্লাহ (সা) এর নুর মুবারক সৃষ্টি করেছেন এবং উক্ত নুর এসে আল্লাহর সামনে সিজদায় রত ছিল। আল্লাহ পাক একে ৪ ভাগ করলেন ১ম ভাগ দিয়ে আরশ, ২য় ভাগ দিয়ে কলম & from the third the Tablet এবং অত:পর সেই ৪ ভাগকে পুনরায় ভাগ (Subdivision) করলেন আর তা দিয়ে বাকি সমস্তকিছু সৃষ্টি করলেন।


★ইমাম আব্দুল করিম যিলি (জন্ম ৭৬৬ হি.) ওনার [Namus al-a`zam wa al-qamus al-aqdam fi ma`rifat qadar al-bani] কিতাবে দলিলস্বরুপ (evidence হিসেবে) বর্ননা করেছেন।


★ ইমাম নাবহানী (ইউসুফ বিন ইসমাইল) একে দলিলস্বরুপ (evidence হিসেবে) বর্ননা করেন,
তার [al-Anwar al-muhammadiyya (p. 13)] ও তার [Jawahir al-bihar (p. 1125 or 4:220 of the Baba edition in Cairo)] এবং তার [Hujjat Allah `ala al-`alamin (p. 28)]


★ ইমাম নিশাবুরি (নিজামউদ্দিন ইবনে হাসান, ওফাত ৭২৮ হি:) দলিলস্বরুপ (evidence হিসেবে) গ্রহন করেছেন, "
[সুরা জুমার (৩৯.১২) ‘ আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’] এই আয়াতের তফসীরে [Ghara'ib al-Qur'an (8:66 of the Baba edition in Cairo).]


★ ইমাম ইউসুফ আল-সাইয়্যিদ হাসিম (রিফাই) বলেন যে এটা ইমাম আব্দুর রাজ্জাক (রহ) বর্ননা করেছেন এবং এটা দলিল স্বরুপ।
Adillat ahl al-sunna wa al-jama`a al-musamma al-radd al-muhkam al-mani` (p. 22)


★ মুহাদ্দীস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে হাসান ও সহীহ বলেছেন।
From : Muhaddith 'Abdur Haq Dihlavi
Book : Madarij al-Nubuwwa

★ ইমাম কুস্তালানী (রহ) (আহম্মদ ইবনে মুহাম্মদ, ওফাত ৯২৩ হি) বলেন, " এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি নিজ সনদে হযরত জাবির (রা) থেকে বর্ননা করেছেন "
From : Qustalani
Book : Mawahib Al Laduniyah
Volume : 1
Page : 71


★ ইমাম কুস্তালানী তিনি তার বিখ্যাত [al-Mawahib al-laduniyya (1:55 of the edition accompanied by Zarqani's commentary)] কিতাবে দলিল হিসেবে বর্ননা করেছেন।


★ ইমাম যুরকানি (রহ) তার (শরহে মাওয়াহিব 1:56 of the Matba`a al-`amira edition in Cairo) কিতাবে এই হাদিসটি বর্ননা করেছেন এবং এটা ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর থেকে বর্ননা বলে তার বিখ্যাত " মুসান্নাফ " কিতাবে রয়েছে বলে উল্ল্যেখ করেছেন।


★★★ ★ইমাম সুয়ুতী (রহ) এর শত শত ফতোয়া যেখানে ওহাবীরা ছেড়ে দেয় সেখানে ওনার ১টা উক্তিকে নিয়ে ওহাবীরা আদা-জল খেয়ে লেগেছে :-

★ ★★ ইযলুনি (১২ শতাব্দীতে) তার ইমাম আব্দুর রাজ্জাক (রহ) “[Kashf ul Khafa” vol 1 p 311], and in [“Arba’in” n°19], এবং তিনি শেষে ১টা বইয়ে বলেন যে তিনি এর ""ইসনদ"" পাননি এবং তিনি একে ইমাম কুস্তালানী (রহ) এর (সমর্থন অনুযায়ী) অনুসরন করেছেন।

★★ ইমাম সুয়ুতী (রহ) তাখরিজ হাদিস (শরহে মাওয়াকিফ) এ বলেন, আমি এই শব্দটুকু খুজে পাইনি।

★ আল-ঘুমারি (ওহাবী নেতা) বলেন, ইমাম সুয়ুতী (রহ) তার ""খাসাইস"" কিতাবে এই হাদিসটি তারপরও ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর থেকে বর্ননা বলে (সমর্থন দিয়ে) লিখেছেন।

★ উল্লেখ্য যে,
**“আল্লামা সুয়ুতী (রহ:) এর [জন্ম ৮৪৯ হিজরী আর ওফাত ৯১১ হিজরী]
** অপর দিকে আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ কুস্তালানি রহঃ এর [জন্ম ৮৫১ হিজরী আর ওফাত ৯২৩ হিজরী] ।

★ মাত্র ২ বছরের ব্যবধানে ইমাম কুস্তালানী (রহ) সম্পর্কে ওহাবীরা বলে ইমাম সুয়ুতী নাকি ইমাম কুস্তালানীর অনেক আগের তাই সুয়ুতী (রহ) না করেছেন তাকেই মানব। তাহলে আমার উত্তর ৩ টা :-

১) ইমাম কুস্তালানী (রহ) ইমাম সুয়ুতী ২ বছরের ছোট তিনি ইমাম সুয়ুতীর যামানার জগতবিখ্যাত মুহাদ্দিস, কোন দিক থেকে ইমাম সুয়ুতী (রহ) যেমন কম না ইমাম কুস্তালানী (রহ)ও কম নয়। তিনি স্বয়ং একে আব্দুর রাজ্জাক (রহ) এর বর্ননা বলে দলিল হিসেবে গ্রহন করেছেন আর ইমাম সুয়ুতী একে খুজে পান নি বলেছেন তাই এখানে অন্য কোন খুরা অজুহাত দেখানোর সুযোগ নেই।


২) ইমাম সুয়ুতী খুজে পান নি এর মানে এই নয় তিনি রাসুলুল্লাহ (সা) এর নুরের প্রতি তার আকিদা ছিল না তিনি নিজে সেই হাদিসকে খুজে না পাওয়ার পরও তার বিখ্যাত ""খাসাইসুল কুবরা"" কিতাবে আব্দুর রাজ্জাক (রহ) এর বর্ননা বলে ধরে নিয়েছেন তাছাড়া তিনি আরো অনেক নুর সম্পর্কিত হাদিস বর্ননা করেছেন যার কিছু এই পোস্টেও দেয়া হয়েছে।


৩) তাদের কথামত যদি সব কথা বাদও দেই তাহলে বলুন যদি এই হাদিস নাই থাকত তাহলে ইমাম বায়হাকী (রহ)
Born : 384 AH/994 CE
Died: 458 AH/1066 CE
বর্তমানে [১৪৩৬ হিজরি] তাহলে এই জগতবিখ্যাত মুহাদ্দিস আজ থেকে প্রায় ১০০০ বছর আগে এই হাদিসকে দলিলস্বরুপ তার ""দালাইলুন-নবুওয়াত"" কিতাবে আব্দুর রাজ্জাক (রহ) এর সনদ হিসেবে কিভাবে লিখে গেল? যার "সুনানে বায়হাকী" সহিহ হাদিসের কিতাবগুলোর মধ্যে অন্যতম।


★ Diyarbakri (Husayn ibn Muhammad d. 966): He begins his 1,000-page history entitled Tarikh al-khamis fi ahwal anfasi nafis with the words: "Praise be to Allah Who created the Light of His Prophet before everything else," which is enough to disprove al-Ghumari's exaggerated claim that "anyone who reads it will be convinced that the hadith is a lie." Then Diyarbakri cites the hadith as evidence (1:19 of the Mu'assasat Sha`ban edition in Beirut).


★ ইমাম ইবনে হাজর হায়তামী [ওফাত ৯৭৪ হি] :

তিনি তার বিখ্যাত ফতোয়ার কিতাব [Fatawa hadithiyya (p. 247 of the Baba edition in Cairo)] তে বলেছেন যে এই হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক (রহ) বর্ননা করেছেন এবং তিনি তার রচিত কবিতায় মধ্যেও এটা বলেছেন।
ইবনে হাজর হায়তামী তার বিখ্যাত গ্রন্থ [Al-Ni`mat al-kubra `ala al-`alamin (p. 3)]


★ মোল্লা আলি কারী (রহ) [ওফাত 1014 হিজরি]
তিনি বলেন,

ومنه قوله اول ما خلق اللّه نورى وفى رواية روحى ومعناهما واحد فان الارواح نورانية اى اول ما خلق اللّه من الارواح روحى

প্রথম বস্তু যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা হল আমার নুর এবং অন্য বর্ননায় এসেছে যে "রুহ" এবং এই দুইটার অর্থ একই কারন "রুহ" হল নুরানী। এই হাদিসের অর্থ এটাও যে আল্লাহ সমস্ত "রুহের" সৃষ্টির পুর্বে আমার "রুহ" পাক সৃষ্টি করেছিলেন। [Mirqaat alMafateeh]


★ আলি ইবনে বুরহান উদ্দিন হালাবী [ওফাত, ১০৪৪ হিজরি] তিনি বিখ্যাত [As- Sirah Al-Halabi (1:31 of the Maktaba Islamiyya edition in Beirut)] কিতাবে দলিল হিসেবে বর্ননা করে বলেন, এই হাদিস টি এটাই প্রমান করে যে সমস্ত সৃষ্টির মুল হল রাসুলুল্লাহ (সা) কে সৃষ্টি এবং আল্লাহ ভাল জানেন।"


★ Fasi (Muhammad ibn Ahmad d. 1052) cites it as evidence in Matali` al-masarrat (p. 210, 221 of the Matba`a al-taziyya edition) and says: "These narrations indicate his primacy (awwaliyya) and priority over all other creations, and also the fact that he is their cause (sabab)."


★ ইসলাইল হাক্কী [বিখ্যাত মুফাসসির, ওফাত ১১৩৭] তিনি তার বিখ্যাত তফসীর ""রুহুল বয়ান"" বলেন, আল্লাহ পাক সর্ব প্রথম রাসুলুল্লাহ (সা) এর নুর মুবারক সৃষ্টি করেছেন এবং ওনার (অস্তিত্বের) কারনেই সমস্ত কিছুর (অস্তিত্ব) সৃষ্টি। ইমাম ইউসুফ নাবহানী (রহ) তার [Jawahir al-bihar (p. 1125)] কিতাবে এই হাদিসটি দলিল স্বরুপ বর্ননা করেছেন।


★ ইমাম আজলুনী (রহ) বলেন, " এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি নিজ সনদে তা বর্ননা করেছেন "From : 'Ajluni (Isma`il ibn Muhammad d. 1162)
Book : Kashaf Al Khifa
Volume : 1
Page : 311
Hadith number : 827

★ ইমাম ইয়দারুসি (রহ) বলেন," এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি স্বয়ং নিজ সনদে বর্ননা করেছেন "
From : 'Iydarusi
Book : Tarekh An Nur as Saafir
Volume : 1
Page : 8


★ ইমাম আহমদ আবেদিন শামী (রহ) [(1198–1252 AH ]
 হানাফী মাযহাবের বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ ফতোয়া ""ফতোয়ায়ে শামী"র প্রনেতা তিনি একে দলিলস্বরুপ গ্রহন করেছেন,"


★ মালিকি আল-হাসানী (মুহাম্মদ ইবনে আলাভী) তিনি মোল্লা আলি কারি (রহ) এর মিলাদ সম্পর্কিত বইয়ের ব্যাখ্যাগ্রন্থ "" [Hashiyat al-Mawrid al-rawi fi al-mawlid al-nabawi (p. 40)] বলেন :

** "নুর সম্পর্কিত জাবির (রা) এর হাদিসটির সনদ (Chain) কোন রকম আপত্তি ব্যতিরেকে সহীহ (Sound) কিন্তু বিভিন্ন Scholars এর বিষেশত্ব অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বর্ননা করেছেন।

**"ইমাম বায়হাকীও এটা সামান্য পরিবর্তন সহকারে বর্ননা করেছেন।" তারপর তিনি বলেন বিভিন্ন বর্ননা রাসুলুল্লাহ (সা) এর নুর সম্পর্কিত বর্ননাকে প্রতিষ্ঠা করেছে।


★ ইমাম আব্দুল গনী নাবলুসী রহমাতুল্লাহি আলাইহি [ বিখ্যাত মুহাদ্দিস, আরেফ বিল্লাহ] উক্ত হাদীস শরীফকে সরাসরি ""সহীহ"" বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন –

 قد خلق كل شيي من نوره صلي الله عليه و سلم كما ورد به الحديث الصحيح

অর্থ: নিশ্চয়ই প্রত্যেক জনিস হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক থেকে সৃষ্টি হয়েছে, যেমন এ ব্যাপারে ‘সহীহ’ হাদীস শরীফ বর্নিত রয়েছে।”

দলীল-
√ হাদীক্বায়ে নদীয়া- দ্বিতীয় অধ্যায়-৬০ তম অনুচ্ছেদ-২য় খন্ড ৩৭৫ পৃষ্ঠা।

★ইমাম আলূসী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি [ ইমামুল মুফাসরিরীন, মুফতীয়ে বাগদাদ]
 উক্ত হাদীস শরীফকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি উনার কিতাবে লিখেন –

ولذا كان نوره صلي الله عليه و سلم اول المخلوقات ففي الخبر اول ما خلق الله تعالي نور نبيك ياجابر

অর্থ : সকল মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো, নূরে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেমন- হাদীস শরীফে বর্নিত আছে, হে জাবির রদ্বিয়াল্লাহু আনহু! আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক সৃষ্টি করেছেন।”

দলীল-
√ রুহুল মায়ানী ১৭ তম খন্ড ১০৫ পৃষ্ঠা।


★ ইমাম মুহম্মদ মাহদ ইবনে আহমদ ফার্সী রহমাতুল্লাহি আলাইহি উক্ত হাদীস শরীফকে ""সহীহ "" বলে নিজের কিতাব মুবারকে উল্লেখ করেছেন। তিনি বর্ননা করেন –

اول ما خلق الله نوره ومن نوري خلق كل شءي

অর্থ : মহান আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেন এবং আমার নূর মুবারক থেকে সবকিছু সৃষ্টি করেন।”

দলীল-
√ মাতালেউল মাসাররাত ২৬৫ পৃষ্ঠা ।

★ মুল্লা আলী কারী রহমাতুল্লাহি আলাইহি [বিখ্যাত মুহাদ্দিস, ছহীবে মেরকাত, ইমামুল মুহাদ্দিসীন]  উক্ত হাদীস শরীফের সমর্থনে এর গ্রহনযোগ্যতা সম্পর্কে বলেন –

 وامانوره صلي الله عليه و سلم فهو في غاياة من الظهور شرقا و غربا واول ما خلق الله نوره وسماه في كتابه نورا

অর্থ: হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক পূর্ব ও পশ্চিমে পূর্নরুপে প্রকাশ পেয়েছে। আর মহান আল্লাহ পাক সর্বপ্রথম উনার নূর মুবারক সৃষ্টি করেন। তাই নিজ কিতাব কালামুল্লাহ শরীফে উনার নাম মুবারক রাখেন ‘নূর’।”

দলীল-
√ আল মওযুআতুল কবীর ৮৩ পৃষ্ঠা।

★ বিখ্যাত মুহাদ্দিস, আল্লামা আবুল হাসান বিন আব্দিল্লাহ আল বিকরী রহমাতুল্লাহি আলাইহি বলেন —

قال علي رضي الله عنه كان الله ولا شيء معه فاول ما خلق نور حبيبه قبل ان يخلق الماء والعرش والكرسي واللوح والقلم والجنة وانار والحجاب

অর্থ: হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু ওয়া আলাইহিস সালাম বলেন, শুধুমাত্র আল্লাহ পাক ছিলেন, তখন অন্য কোন অস্তিত্ব ছিলো না। অতঃপর তিনি পানি,আরশ,কুরসী, লওহো,ক্বলম,জান্নাত, জাহান্নাম ও পর্দা সমূহ ইত্যাদি সৃষ্টি করার পূর্বে উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক সৃষ্টি করেন।”

দলীল-
√ আল আনওয়ার ফী মাওলিদিন নাবিয়্যিল মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫ পৃষ্ঠা।


★★★ ওহাবী নেতারা যারা যারা এই হাদিসে নুরকে দলিল হিসেবে গ্রহন করেছেন :-


★ আশরাফ আলী থানভী (ওহাবী নেতা) :
তিনি তার বিখ্যাত কিতাব [Nashr al-tib (in Urdu, p. 6 and 215 of the Lahore edition) ] এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) নির্ভরযোগ্যতার ভিত্তিতে ""দলিল (evidence) হিসেবে "" বর্ননা করেছেন এবং তিনি এর উপর বিশ্বাস রাখেন [Relies upon it]


★ ইসমাইল দেহলভী (ওহাবীনেতা মৃত্যু ১২৪৬ হি) তার [Yek rawzah (p. 11 of the Maltan edition)] কিতাবে বলেন : "[জাবির (রা) এর হাদিসে নুর দ্বারা] আল্লাহ সর্বপ্রথম আমার (রাসুলুল্লাহ সা. এর) নুর মোবারক সৃষ্টি করেছেন।"


★ উমর ইবনে আহমদ [ওফাত ১২৯৯ হি] তার ব্যাখ্যাগ্রন্থ [Sharh qasidat al-burda (p. 73 of the Karachi edition) ] এর মধ্যে দলিল হিসেবে বর্ননা করেছেন।


★ ওহাবীদের নেতা রশিদ আহমদ গাংগুহী তার [ Fatawa rashidiyya (p. 157 of the Karachi edition) ] বলেন, সহীহ হাদিস সংকলনে এই হাদিসটি পাওয়া যায় নি কিন্তু
"" মুহাদ্দিসে দেহলভী (রহ) একে শুধু বর্ননাই করেন নি বরং একে বিশুদ্ধ এবং সহীহ হিসেবে বলেছেন।"" (উপরে ওনার ভাষ্য দেয়া আছে)।


★ ওহাবীনেতা আব্দুল হাই লাখনভী (মৃত্যু ১৩০৪)
এটা বর্ননা করেছে তার [ al-Athar al-marfu`a fi al-akhbar al-mawdu`a (p. 33-34 of the Lahore edition) ] এবং বলেন : "মুহাম্মদ (সা) এর নুর সম্পর্কিত হাদিসটি (al-nur al-muhammadi)
প্রাথমিকভাবে ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হুমাম (রহ) এর বর্নিত হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত, যা যথার্থভাবে সমস্ত সৃষ্ট বস্তুর উপরে (রাসুলুল্লাহ সা. এর নুরকে) নির্দিষ্টভাবে অগ্রাধিকার দেয়।


★ ইশান ইলাহি জহির (ওহাবী নেতা) , তার কিতাব [Hadiyyat al-mahdi (p. 56 of the Sialkut edition)] এ বলেছেন, আল্লাহ তার সৃষ্টির সুচনা করেছিলেন নুরে মুহাম্মাদী সা. (al-nur al-muhammadi) দ্বারা তারপর তিনি পানির উপর আরশ সৃষ্টি করেন। মুহাম্মাদ (সা) এর নুর সমস্ত সৃষ্টির প্রাথমিক উপাদান যার থেকে হাদিসে (এটাও) এসেছে যে প্রথম সৃষ্ট বস্তু হল কলম। 

-----------------------------------------

★ Imam Ibn Hajr al-Haythami (rah) narrates in his Fatawa al Hadithiyyah:

Rasul (durud) said: "O Jabir, the first thing Allah created was the light of your Prophet from His light.

Reference

►Narrated by Imam Ibn Hajr al Haytami in Fatawa al Hadithiyyah Page No. 289


★★★ এখন এই হাদিসের রাবীগনের নির্ভরযোগ্যতা যাচাই:-



১. হাদীসের সনদটি নিম্নরূপ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
>>জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়্যাল্লাহু আনহু
>>মুহাম্মাদ বিন মুঙ্কদার রাহমাতুল্লাহি আলাইহি
>>মা’মার বিন রাশীদ
>>আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি

এবার দেখা যাক রাবীগনের নির্ভরযোগ্যতা নিয়ে মুহাদ্দীসগণের মন্তব্য :-

(ক) হাদিসটির রাবী ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হুমাম (রহ) :-

★ ইমাম আবু যারদাহ (রহ) বলেন,"

Imam 'Abdur Razzaq un ulama main say hain jin ki Hadeeth mu'tabar ('itibaar k qabil) hay.
From : Ibn e hajr 'Asqalani
Book : Tahdheeb At Tahdeeb
Volume : 6
Page : 311

★ আহমাদ ইবন সালীহ (রঃ) বলেন, “আমি একবার আহমাদ বিন হাম্বল (রঃ) কে জিজ্ঞাসা করলাম, আপনি হাদীস শাস্ত্রে আব্দুর রাজ্জাকের থেকে আর কাউকে পেয়েছেন? আহমাদ বিন হাম্বল (রঃ) বলেন, না”।
[আসকলানী, তাহজিবুত তাহজিব ২/৩৩১]

★ ইবনে হাজর আসকালানী (রহ) আব্দুর রাজ্জাক ইবনে হুমাম (রহ) এর বিশ্বাস যোগ্যতা সম্পর্কে ওনার কিতাবে কি লিপিবদ্ধ করেছেন দেখি:-

জরহ ওয়াত তাদিলের ইমাম ইয়াহিয়া বিন মঈন বলেন,"

★ Agr Imam 'Abdur Razaq Murtad bhi ho jaen (Ma'az ALLAH) to hum us say hadeeth layna tark na karain gay (Yani phir bhi hadeeth lain gy)

From : Ibn e hajr 'Asqalani
Book : Tahdheeb At Tahdeeb
Volume : 6
Page : 314

From : Ibn e Hajr 'Asqalani
Book : Mizan Al 'Itidal
Volume : 2
Page : 612

★ Imam Ibn e Hajr 'Asqalani nain inko Thiqah aur Hafiz Likha hay.

From : Ibn e hajr
Book : Taqreeb at Tahdheeb
Page : 354
Rawi Number : 4064

★ Imam Abu Zar'dah farmaty hain:
Imam 'Abdur Razzaq un ulama main say hain jin ki Hadeeth mu'tabar ('itibaar k qabil) hay.

From : Ibn e hajr 'Asqalani
Book : Tahdheeb At Tahdeeb
Volume : 6
Page : 311


(গ) হাদীসটির একটি রাবী হলেন মা’মার বিন রাশীদ।

উনার সম্পর্কে
★ আহমাদ বিন হাম্বল (রঃ) বলেন, আমি বাসরার সকল হাদীস শাস্ত্রের বিশেষজ্ঞের থেকে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে মা’মার বিন রাশীদ এর সূত্রে পাওয়া হাদীসগুলো পছন্দ করি। ইবন হাজর আসকলানী (রঃ) উনাকে দক্ষ মুখস্তবীদ, নির্ভরযোগ্য বলেন।
[আসকলানী, তাহজিবুত তাহজিব ১/৫০৫]
মা’মার বিন রাশীদ সূত্রে বর্ণিত বুখারী শারীফের হাদীস সংখ্যা প্রায় ২২৫ এবং
মুসলিম শারীফে বর্ণিত হাদীস সংখ্যা প্রায় ৩০০

★ Imam Ibn e Hajr 'Asqalni nain farmaya k Ma'mar bin Rashid thiqah thabat faazal hain.

From : Ibn e Hajr
Book : Taqreeb At Tahdheeb
Volume : 2
Page : 202
publish from dar Al Kutub AL i'lmiyyah Beirut Lebanon in 1995


(ঘ) হাদীসটির আরেক রাবী হলেন মুহাম্মাদ বিন মুকদার।

ইমাম হুমায়দি বলেন, মুকদার একজন হাফিজ
ইমাম জারাহ তাদীল ইবন মা’ঈন বলেন, উনি নির্ভরযোগ্য
[আসকলানী, তাহজিবুত তাহজিব ভলি ০৯/১১০৪৮]
মুকদার থেকে বর্ণিত হাদীসের সংখ্যা বুখারী শারীফে ৩০টি এবং মুসলিম শারীফে ২২টি।

(ঙ) আর জাবির রাদ্বিয়াল্লাহু আনহু একজন সুপ্রসিদ্ধ সাহাবী। বুখারী ও মুসলিম শারীফের উনার থেকে বর্ণিত অনেক হাদীস আছে।

সুতরাং বুঝা গেল। হাদীসটির সকল রাবীই নির্ভরযোগ্য এবং উনাদের সূত্রে বুখারী ও মুসলিম শারীফেও হাদীস বর্ণিত আছে।



★★★ Validation and the History of the Juz Al Mafqood, Musannaf Abdur Razzaq:



When the Musannaf Abdur Razzaq was first published it was incomplete  according to its preface as shown in the picture below:

যখন " মুসান্নাফে আব্দুর রাজ্জাক " প্রথম প্রকাশিত হয় সেটা ছিল অসম্পুর্ন তা নিচের উক্ত প্রথম প্রকাশিত কিতাবের ভাষ্য থেকে দেখুন :-



Translation :
This copy that we found was copied or written and we adopted this copy to use, all this copy is not complete. So to tell the people that this copy is not complete we left one empty paper and we wish that the Islamic Scholars will help us to fill this part.

অর্থ : এই কপি যেটা আমরা লিখিত (বা কপি করা) পেয়েছিলাম আমরা এটা ব্যবহারের জন্য গৃহীত করেছিলাম, এটার পরো কপিটা সম্পুর্ন নেই। তাই সর্বসাধারনকে জানানো যাচ্ছে যে, এই কপি টা অসম্পুর্ন এবং আমরা একটা খালি পৃষ্টা রেখে দিলাম আমরা আশা রাখছি কোন ইসলামিক পন্ডিত বা বিশেষজ্ঞ আমাদের এই অংশটা পুর্ন করতে সাহায্য করবে।


The Proof of existence of this Hadith
এই হাদিস উক্ত কিতাবে রয়েছে তার প্রমান

Many of the greatest scholars have mentioned this hadith in their books and have directed its origins towards Abdur Razzaq, which is enough to prove the validity and existence of this hadeeth.

ইসলামের উচ্চতর পর্যায়ের অনেক পন্ডিতগন এই হাদিস তাদের কিতাবে উল্লেখ্য করেছেন এবং মুল সুত্র ইমাম আব্দুর রাজ্জাক (রহ) থেকে বলে উল্লেখ্য করেছেন।
যা এই হাদিসের অস্তিত্ব প্রমান করাররার জন্য যথেষ্ট।

************************************************
The Missing Chapter of Musnnaf (মুসান্নাফ কিতাবের হারিয়ে যাওয়া অধ্যায়)

After detailed search around the world, this chapter was finally found in a library situated in Turkey.

সারা বিশ্বে অত্যন্ত খুঁজাখুঁজির পর এই হারিয়ে যাওয়া অধ্যায়টা শেষে তুর্কিস্থানের এক লাইব্রেরীতে সন্ধান মিলে।

The following shows the original text:
এর আসল ইবারত গুলো দেখুন :-








Complete Hadith e Nur in Arabic :

উক্ত মুসান্নাফ কিতাবের
(Juz Al Mafqood min Juz Al Awwal min Musannaf)
জুয আল মাফকুদ মিন আওয়াল মিন মুসান্নাফ
অধ্যায়ে যে হাদিসগুলো বর্নিত আছে তার Orginal Text :-

















এই বিশাল বড় বর্ননা সময়ের জন্য হাতে লিখা সম্ভব হল না এখানে Missing অধ্যায়ের হাদিস গুলো
আরবি-বাংলা ইবারতসহ Reference সহ ছবি আকারে দিয়ে দিচ্ছি :-





উক্ত হাদিস সম্পর্কে আপত্তি করেছে।

 (A) সালাফী নেতা নাসিরুদ্দিন আলবানী (যে বুখারী শরীফ ও সহিহ সিত্তাহর অন্যান্য কিতাবের "" আল-আদব আল-মুফ্রাদ"" অধ্যায় বা তার সাথে সম্পর্কিত "kissing Hands & feets" (by tazim)  এ বিষয়ের পুরো Chapterই কেটে দিয়েছিল যা মুসলিম জাতির ইতিহাসে কেউই করেনি এবং সেগুলোকে জাল দ্বয়ীফের কাতারে শামিল করল। অথচ সেগুলো ছিল অত্যন্ত শক্তিশালী রেওয়াত)

(B) ড. আস-সাদিক , তিনি একে "অতিশয্য ও রুঢ়তার মাঝে রাসুলুল্লাহ (সা) এর বইশিষ্টবলী" অধ্যায়ে বর্ননা করেছে তিনি আরো অবাক হয়েছেন মুসান্নাফ কিতাবে এই হাদিসটি না পেয়েও ইমাম সুয়ুতী একে ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর সাথে সম্পর্কিত করায়।
Note: আগেই বলেছিলাম যে এর মুদ্রনকালে Orginal Copy এর একটা অংশ প্রকাশকরা Missing বলে Islamic Scholars দের Help চেয়েছিলেন।

(C) মুলত যারা এই হাদিসকে জাল বলেছে তাদের প্রকৃতপক্ষে এই বিষয়ে কোন জ্ঞানই ছিল না কেননা এই হাদিসটী কে মুসলিম জাতির মধ্যে এমন একজন Scholars নেই যে এটাকে জাল বলেছে তবে হ্যা ওহাবী-সালাফী নেতারা কেউ কেউ বললেই পারে এতে আশ্চর্য হবার মত কিছু নেই। তারা বহু সহিহ হাদিসকে জাল দ্বয়ীফ বলে প্রচার করে এমন অনেক প্রমান আছে আমার কাছে আর এই পুরো পোস্ট টা এর উতকৃষ্ট প্রমান।




এখন তারা যদি প্রশ্ন হিসেবে বলে যে এই হাদিস আগে কিতাবে ছিল না এখন এটা কেউ নতুন করে লিখে সংযোজন করেছে তাহলে তার উত্তর স্বরুপ ২টা প্রমান দিব:-

(A) এই Orginal কিতাবের হাদিস সংক্রান্ত Scan Copy  সহ উপরে সবগুলো দিলাম। আর কি করা এর চেয়ে বেশি তো পারব না যে ওহাবীদের হাতে হাতে কিতাব দিয়ে দিয়ে দেখাতে হবে। যার শুধু ১টা নয় শত শত কিতাবের রেফারেন্স আছে।


(B) এই হাদিস যদি মুসান্নাফ কিতাবে নাই থাকত তাহলে -

(i) ইমাম জালালুদ্দিন সুয়ুতী একে আব্দুর রাজ্জাকের সাথে সম্পৃক্ত করতেন না।কিন্তু তিনি করেছেন তাই আমরা তাকেই বিশ্বাস করি ওহাবী-সালাফীদের কথায় কিছু যাবে আসবে না

(ii) ইমাম শিহাবুদ্দিন কুস্তালানী (রহ) তিনি নিজে এর প্রমান সনদ আব্দুর রাজ্জাক (রহ) এর থেকে বলে প্রমান করেছেন "মাওয়াহিবে লাদুন্নীয়্যাহ" কিতাবের ১ম খন্ড ৬৮ পৃ (উপরে দেখুন)

(iii) ইমাম আজলুনী একে দলিল স্বরুপ গ্রহন করেছেন "কাশফুল শিফা" গ্রন্থে।

(iv) মুহাদ্দিসে আব্দুল হক দেহলভী (রহ) একে বিশুদ্ধ ও সহিহ বলেছেন "মাদারিজুন নবুওয়াহ" কিতাবে।

(v) আশ-শায়খুল আকবর মহিউদ্দিন ইবনুল আরাবী "তালক্বিহুল ফহুম" কিতাবের ১২৮ পৃ।



 

(vi) আব্দুল মালিক ইবনে রিয়াদাতুল্লাহ "ফাওয়ায়িদ " কিতাবে ওমর ইবনুল খাত্তাব (রা) এর বরাতে ।

(vii) আল্লামা খারকুশী (রহ) শরফুল মোস্তফা গ্রন্থের ১ম : পৃ ৭০৩

(viii) ইমাম নাবহানী (রহ) একে বর্ননা করেছেন জাওয়াহির আল-বিহার ৩: ৩৫৪

(ix) হানাফী মাযহাবের বিশ্ববিখ্যাত ফতোয়া ""ফতোয়ায়ে শামী"র প্রনেতা তিনি একে দলিলস্বরুপ গ্রহন করেছেন," সেই ইমাম আহমদ আবেদিন শামী (রহ) একে বর্ননা করেছেন।

(x) ওহাবীদের নেতা আশরাফ আলী থানভী নুরের সমর্থনে সহীহ অপর একটা হাদিসও দিয়েছেন ""নশর আত তায়িব" কিতাবে ১:১৩ পৃ বর্ননা করেছে
Proof : http://­salafiaqeedah.blogspo­t.com/2012/05/­deobandi-fabrication-­in-nashr-ut-teeb.htm­l

(xi) হালাবি একে সিরাতে হালাবিয়ায় ১: ৫০ পৃ






এখন আসুন উক্ত হাদিস বর্ননা কারী রাবিগনের Biography সম্পর্কে কিছু জেনে নেই।
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু



মুহাম্মাদ বিন মুঙ্কদার রাহমাতুল্লাহি আলাইহি



মা’মার বিন রাশীদ রহমাতুল্লাহি আলাইহি



আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি।

----------------------------------------------
1. 'Abdur Razzaq:

Name : 'Abdur-Razzaq bin Humam bin Nafi' al-Himyari As-San'ani
Kunniyyat : Abu Bakr
Birth : 126 AH (Yemen)
Death : 211 AH
Places of stay : Yemen/Hijaz/Syria/Iraq
Area of Interest : Hadith, History, Seerah
Grade : Thiqah Hafiz
ইমাম আহমদ বিন হাম্মল রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ,ইমামে আযম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার ছাত্র, বিখ্যাত মুহাদ্দিস , তাবে তাবেয়ী, হাফিজে হাদীস।

★★ Teachers/Narrated from (ওনার শিক্ষক বা তিনি যাদের থেকে অন্যান্য হাদিস বর্ননা করেছেন) :

* Imam Malik,
* Imam Abu Haneefah
* Ayman bin Nabil,
* 'Ikrama bin 'Ammar,
* Ibn Jurayj,
*'Ubaidullah bin 'Umar bin Hafs,
*'Abdullah bin 'Umar bin Hafs bin 'Asim,
* Ma'mar bin Rashid,
* Sufyan bin Sa‘id Ath-Thawri,
* Sufyan bin 'Uyaynah,
* Yonus bin Slym al-Sn'any,
* Isra'il bin Yonus bin Abi Ishaq.
and many others


★★ Students/Narrate by (ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর শিশ্য যারা ছিলেন এবং যারা যারা তার থেকে হাদিস বর্ননা করেছেন :

* Imam Ahmad Bin Hanbal
* Sufyan bin 'Uyaynah,
* Waki' bin al-Jarrah,
* Hmad bin Usamah,
* Ishaq bin Mansur al-Kausaj,
* Ahmed bin Yusuf bin Khalid,
* al-Hasan bin 'Ali bin Muhammad,
* 'Abdur Rahman bin Bashr,
* 'Abd bin Hameed bin Nasr,
* Muhammad bin Rafa'i,
* Muhammad bin Mhran,
* Mhmwd bin Ghylan al-Dwy,
* Muhammad bin Yahya,
* Ahmed bin Salah al-Masri,
* Ishaq bin Ibrahim bin Nsr,
* Ahmed bin al-Frat bin Khalid,
* Zuhayr bin Harb,
* Ahmed bin Salah al-Masri,
* Abdullah bin Muhammad al-Musandi,
* Salmah bin Shbyb,
*'Amr bin Muhammad bin Bukayr (al-Naqid),
* Muhammad bin Yahya bin Abi 'Umar,
* Hajjaj bin Yusuf bin al-Sha'ir,
* Yahya bin Ja'far bin A'yn al-Baykandi,
* Yahya bin Musa Khat,
* Ishaq bin Ibrahim bin Nsr,
* Ishaq bin Mansur al-Kausaj,
* Ahmed bin Yusuf bin Khalid, al-Hasan bin 'Ali bin Muhammad,
*'Abdur Rahman bin Bashr,
*'Abd bin Hameed bin Nasr,
* Muhammad bin Rafa'i,
* Muhammad bin Mhran,
* Mhmwd bin Ghylan al-Dwy,
* Ishaq bin Rahwaya,
* Yahya bin Ma'in,
*'Ali bin al-Madini,
* Ahmed bin al-Frat bin Khali

And many others
-----------------------------------------

*************************************************
2.  Ma'mar bin Rashid


Name: Ma'mar bin Rashid
Birth Date/Place: 95 or 96 AH (Basrah)
Death Date/Place:154 AH
Places of Stay: Basrah/Medinah/Yemen
Area of Interest: Narrator[Grade:Thiqah Thiqah] Hadith, Seerah, History

Teachers/Narrated From:


Muhammad bin al-Munkdar bin 'Abdullah,
Thabit bin Aslam Albanani,
Qatada, al-Zuhri,
'Asim al-Ahwal,
Ayoub al-Sakhtiyani,
al-J'd bin Dinar al-Yshkry,
Zayd bin Aslam,
Salah bin Kaysan al-Madni,
'Abdullah bin Tawus,
Ja'far bin Brqan,
al-Hakam bin Aban,
Asha'th bin 'Abdullah bin Jabir,
Isma'il bin Umayya bin 'Amr,
Thmamh bin 'Abdullah,
Bahz bin Hakim bin Mu'awiya al-Qushayri,
Smak bin al-Fadl al-Khwlany,
'Abdullah bin 'Uthman bin Khuthaym,
'Abdullah bin 'Umar bin Hafs bin 'Asim,
Yahya bin Abi Kathir,
Hmam bin Mnbh bin Kaml,
Hisham bin 'Urwa,
'Amr bin Dinar,
'Ata' bin Abi Muslim,
Abd al-Krym bin Malik,
And many others

Students/Narrated By:

'Abdur-Razzaq,
Yahya bin Abi Kathir,
Abu Ishaq al-Sabay'ai',
Ayoub al-Sakhtiyani,
'Amr bin Dinar,
Sa'id bin Abi 'Aruba,
Aban bin Yazid al-Tar,
Ibn Jurayj,
'Imran bin Da'ud al-'Ami Abu al-'Awwam,
Hisham bin Abi 'Abdullah al-Dastawa'i,
Salam bin Abi Mty',
Shu'bah bin al-Hajjaj,
Sufyan bin Sa‘id Ath-Thawri,
Sufyan bin 'Uyaynah,
'Abdullah bin Mubarak,
'Abdul A'ala bin 'Abdul A'ala al-Sami,
'Isa bin Yonus bin Abi Ishaq,
Ma'tmar bin Sulaiman-al-Taufayl,
Yazid bin Zari',
'Abdul Majeed bin 'Abdul 'Aziz,
'Abdul Wahid bin Ziyad,
Isma'il bin Ibrahim - Ibn 'Aliya,
Muhammad bin Hameed,
Abu Sufyan,
Muhammad bin Ja'far Ghandar,
Hisham bin Yusuf al-Sana'i,
Muhammad bin Thwr al-Sn'any,
'Abdullah bin Mua'dh,
Muhammad bin Kathir bin Abi 'Ata'
And many others
----------------------------------------------

3. Muhammad bin Munkdar


Name : Muhammad bin al-Munkdar bin 'Abdullah bin al-Hudayr bin 'Abdul 'Uzza b. 'Amir b. al-Harith
Birth : 30 AH (Madina)
Death : 130 AH
Place of stay : Madina
Grade : Thiqah

Teachers/Narrated from :

Jabir ibn 'Abdullah,
Al-Munkdar bin 'Abdullah bin al-Hudayr,
Rabi'a bin 'Abdullah bin al-Hudayr,
Abu Hurairah,
'Aisha bint Abi Bakr,
Abu Ayyub al-Ansari,
Rabi'yah bin 'Aabad al-D'ila,
Safinah,
Abu Qatada ibn Rab'i,
Umayma bint Ruqayqa,
Mas'ud bin al-Hakam bin al-Rabi',
Anas bin Malik,
Abu Umama bin Sahl,
Yusuf bin 'Abdullah bin Salam,
'Abdullah ibn al-Zubayr,
ibn Abbas,
ibn Umar,
Sa'id ibn al-Musayyib,
'Ubaidullah bin Abi Rafi',
'Urwa ibn al-Zubayr,
Mu'adh bin 'Abdur Rahman bin 'Uthman,
And Many others

Students/Narrated By:

Yusuf bin Muhammad bin al-Munkdar,
al-Munkdar bin Muhammad bin al-Munkdar,
Ibrahim bin Abi Bakr bin al-Mnkdr,
Zayd bin Aslam,
'Amr bin Dinar,
al-Zuhri,
Ayoub al-Sakhtiyani,
Ja'far bin Muhammad bin 'Ali (Imam ja;far As Saadiq),
Muhammad bin Wasi' bin Jabir,
Sa'd bin Ibrahim,
Suhayl bin Abi Salah,
Ibn Jurayj,
'Ali bin Zayd bin 'Abdullah bin Zuhayr,
Musa bin 'Uqba,
Hisham bin 'Urwa,
Imam Maalik,
Habib bin al-Shaheed al-Azdi,
Rwh bin al-Qasim al-Tmymy,
Shu'bah bin al-Hajjaj,
Shu'aib bin Abi Hamza, '
Abdur Rahman bin Aby,
'Abdur Rahman bin 'Amr al-Awza'i,
Sufyan bin Sa‘id Ath-Thawri,
Wadah bin 'Abdullah al-Yashkari,
Sufyan bin 'Uyaynah
And Many Others
----------------------------------------------


এই উপরুক্ত হাদিসের Base কে আরো শক্তিশালী করেছে সহিহ এবং বিশুদ্ধ ২টা হাদিস : এই ২টার মুল কথা এক সাথে
১) রাসুলুল্লাহ (সা) নুর এবং
২) তিনি আদম (আ) যখন শরীর ও রুহের মধ্যে ছিলেন তখনঅ রাসুল (সা) নবী ছিলেন।অর্থাৎ তিনি সর্বপ্রথম সৃষ্টি


১ নং যুক্তির সমর্থনে :-


রাসুলুল্লাহ صلى الله عليه و آله وسلم বলেন :-

" আমি তোমাদের আমার পূর্বের কিছু
কথা জানাবো! তা হলো-
আমি হযরত ইব্রাহীম আলাইহিস সালামের
দোয়া আর হযরত ঈসা আলাইহিস সালামের ওনার জাতিকে দেয়া সুসংবাদ ও আমার আন্মাজানের (স্বপ্নে) দেখা সেই নূর যা ওনার দেহ থেকে বেরিয়ে শাম দেশের প্রাসাদ সমুহকে আলোকিত করেছিল.. "

Reference :-

Book: Miskatul Masabih
page: 513


Book: Kanjul Ummal
Part: 11
Page: 173


From: Ibne Hibban
Book: Shahih ibne hibban
Volume: 9
Page: 106


From: Ibn al-Jawzi
Book: al-Wafa'
Page: 91,
chapter: 21 of Bidayat nabiyyina sallallahu `alayhi wa sallam


From: Imam Haythami
Book: Majma` al-zawa'id (8:221/409)


From: Al Haakim,
Book: Al mustadrak,
Volume :002,
Page No. 615-616/ 705/724
References of Hadith number 4233
or V:3 page: 27

Imam Hakim after narrating it said:

هذا حديث صحيح الإسناد شاهد للحديث الأول

Translation: This Hadith has a Sahih chain and is also a witness over the first hadith (which he mentioned in the chapter)

Reference

►Mustadrak ala Sahihayn, Volume 2, Page No. 600, Hadith No. 4175




From: Imam Ahamad
Book: Musnade Ahamad
volume: 4
page: 127
Hadith: 16701


From : Ibn e Sa'd
Book : Tabqaat Al Kubra
Volume : 1
Page : 150


From : Bayhaqi
Book : Dalaeel un Nubuwwah
Volume : 1
Page : 83
again 1:110 & 2:8


From : Ibn e 'Asakir
Book : Tareekh Madeenat Damishq
Volume/page : 1:170 and 3:393


From : Qurtabi
Book : Jami' Al Ahkaam Al quran
Volume : 2
Page : 131


From : Tabari
Book : jami' Al Bayan
Volume : 1
Page : 556


From : Ibn e Katheer
Book : Tafseer Al Quran Al Azeem
Volume : 4
Page : 360-361


From : Samarqani
Book : Tafseer
Volume : 3
Page : 421


From : Tabarai
Book : Tareekh Al Umam wal Mulook
Volume : 1
Page : 458


From : Ibn e Ishaaq
Book : Seerat An Nabwiyyah
Volume : 1
Page : 28


From : Ibn e Hisham
Book : Seerat An Nabwiyyah
Volume : 1
Page : 302


Book: Al-Bidaya wan Nehaya
Volume : 2
page: 321


Book: Musnade Afzar
Hadith: 2365


Book: Tafsire Dor're Monsor
volume : 1
page: 334


Book: Maoware dul
zamman
volume:1
pagepage:512



From : Halabi
Book : Seerat Al Halabiyyah
Volume : 1
Page : 77



★★★সর্বপ্রথম সৃষ্টি কি?★★★


★★★ সর্বপ্রথম আরশ সৃষ্টি :-


They say that hence Pen is the first creation therefore the hadith of Prophet (Peace be upon him) being first created Nur contradicts it.

This is their misconception because things have been first created according to their relative primacy, here is hadith from Sahih Bukhari which even proves Throne and Water to be created before Pen


كان اللهُ ولم يكُنْ شيءٌ غيرُه. وكان عرشُهُ على الماء

Translation: First of all, there was nothing but Allah, and (then He created His Throne). His throne was over the water [Translation by Muhsin Khan, Sahih Bukhari in English, Volume 4, Book 54, Number 414]




★★★ বিভিন্ন সহিহ রেওয়াতে আসছে যে আল্লাহ সর্ব প্রথম কলম সৃষ্টি করেছেন।

One of the hadiths found in Sunnah Abu Dawood and Al Tirmidhi says
Narrated by Ubadah ibn as-Samit : Allah's Messenger (peace be upon him) said: The first thing which Allah created was Pen. He commanded it to write. It asked: What should I write? He said: Write the Decree (al-Qadr). So it wrote what had happened and what was going to happen up to eternity.  Transmitted by Tirmidhi (said that the Isnad of this hadith is gharib). (Al Tirmidhi hadith 94)


★ এই হাদিসের ব্যখ্যা না জেনে ওহাবীরা নুর সম্পর্কিত হাদিসকে জাল /দ্বয়ীফ বলে।
এর ব্যখ্যা কি? হযরত জাবির (রা) এর নুর সম্পর্কিত হাদিসে এর ব্যখ্যা রয়েছে ২টা একত্র করলে দেখুন :-

★★★ "" আল্লাহ পাক সর্বপ্রথম তার স্বীয় নুর থেকে রাসুলুল্লাহ (সা) এর  নুর মোবারক সৃষ্টি করেছেন অত:পর সেই নুরের প্রথম ভাগ দিয়ে কলম সৃষ্টি করেছেন অথবা আরশ সৃষ্টি করেছেন।

উপরোক্ত হাদিসেও এর প্রমান রয়েছে এখন এই উপরের হাদিসের সাথে সম্পর্কিত সহিহ হাদিস দ্বারা আবার প্রমান করছি :-

২নং যুক্তির সমর্থনে :-

রাসুলুল্লাহ (সা) সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হত না তার মানে আগে সর্বপ্রথমে রাসুলুল্লাহ (সা) কে সৃষ্টি করেছেন তারপর অন্যসব :-

Hadith 0 :-

حدثنا علي بن حمشاذ العدل إملاء حدثنا هارون بن العباس الهاشمي حدثنا جندل بن والق حدثنا عمرو بن أوس الأنصاري حدثنا سعيد بن أبي عروبة عن قتادة عن سعيد بن المسيب عن بن عباس رضى الله تعالى عنهما قال أوحى الله إلى عيسى عليه السلام يا عيسى آمن بمحمد وأمر من أدركهمن أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله فسكن هذا حديث صحيح الإسناد ولم يخرجاه

Translation:  Ibn Abbas (R.A) narrates that Allah inspired Isa (A.S) saying O Isa, believe in Muhammad (صلى الله عليهوسلم), and whosoever form your Ummah finds him should believe in him, If I had not created Muhammad (صلى اللهعليه وسلم) then I would not have created Adam, If not for him I would not have created the paradise and hell, When I made the throne on Water, it started to shake , I wrote La Ilaha Il Allah Muhammad ur Rasul Ullah, due to which it became still

Reference

►Imam Hakim in Mustadrak ala Sahihayn, Volume No. 2, Page No. 609, Hadith No. 4227
Imam Hakim after narrating it said:

هذا حديث صحيح الإسناد

This Hadith has Sahih chain.



Hadith 1:-


This Hadith is also narrated by Sayyedina Abu Hurirah, 'Abdullah bin 'Abbas, 'Abdullah bin Shaqeeq, Umer Bin khattab, 'Aamir (Radi ALLAH Ta'ala 'Anhum)

Narrated by Maysira al-Fajr that he asked the Prophet (Peace Be Upon Him):
Since when are you a Nabi? (The Prophet) replied: When Adam was in-between body and Spirit.

[al-Albani, in Silsilat al-ahadith al-sahihah Volume 004, Page No. 471, Hadith Number 1856, Publish: al-Marif lin-Nashr Riyadh/Saudia]


Hadith 2:-


আবু হুরায়রা (রা) থেকে বর্নিত সাহাবীগন জিজ্ঞেস করলেন , " ইয়া রাসুলুল্লাহ (সা) আপনে কখন নবী ছিলেন? রাসুলুল্লাহ (সা) বল্লেন আমি তখনো নবী ছিলাম যখন আদম (আ) শরীর ও রুহের মধ্যে ছিলেন।"

Narrated by Abu Hurairah that the companions asked the Prophet (Peace Be Upon Him):
Since when are you a Nabi? (The Prophet) replied: When Adam was in-between body and Spirit.

All References of this narration:

# 1
From : Tirmidhi in Sunan
Book : Al Manaqib
Chapter : Fadl An NABI SAW
Volume : 5
Page : 585
Hadith number : 3609

# 2
From : Ahmad bin Hambal
Book : Al Musnad
Volume : 4, 5
page : 66, 59
Hadith number : 23620

# 3
From : Haakim
Book : Al Mustadrak
Volume : 2
Page : 666-665
Hadith number : 4210-4209

# 4
From : Ibn e Abi Shaibah
Book : Al Musannaf
Volume : 7
Page : 369
Hadith number : 36553

# 5
From : Tabrani
Book : Ma'jam Al Ausath
Volume : 4
Page : 272
Hadith number : 4175

# 6
From : Tabrani
Book : Ma'jam Al Kabeer
Volume : 12
Page : 92
Hadith number : 12571

# 7
From : Abu Nu'ym
Book : Hilyat Al Auliya
Volume : 7, 9
Page : 122, 53

# 8
From : Bukhari
Book : Tareekh Al Kabeer
Volume : 7
Page : 374
Hadith number : 1606

# 9
From : Khalal
Book : As Sunnah
Volume : 1
Page : 188
Hadith number : 200

And Its Chain is sound.

# 10
From : Ibn e Abi 'Asim
Book : As Sunnah
Volume : 1
Page : 179
Hadith number : 411

Its Chain is sound.

# 11
From : Shaibaani
Book : Ahaad wal mathani
Volume : 5
Page : 347
Hadith number : 2918

# 12
From : Abdullah bin Ahmad bin Hambal
Book : As Sunnah
Volume : 2
Page : 398
Hadith number : 864

Its chain is Sound

# 13
From : Ibn e Sa'd
Book : Tabqaat Al Kubra
Volume : 1,7
Page : 148, 60

# 14
From : Ibn e hibban
Book : Thiaqqt
Volume : 1
Page : 47

# 15
From : Ibn e Qani'
Book : Ma'jam As Sahaba
Volume : 2, 3
Page : 127, 129
Hadith number : 591, 1103

# 16
From : Ibn e Khiyath
Book : Tabqaat
Volume : 1
Page : 59 & 125

# 17
From : Muqaddasi
Book : Ahadith Al Mukhtarah
Volume : 9
Page : 142,143
Hadith number : 123-124

# 18
From : Abu Almahasin
Book : Mu'tasar Al Mukhtasar
Volume : 1
Page : 10

# 19
From : Daylami
Book : Musnad Al firdoos
Volume : 3
Page : 284
Hadith number : 4845

# 20
From : Ibn e 'Asakir
Book : Tareekh e Damishq Al Kabeer
Volume : 26, 45
Page : 382, 488-489

# 21
From : LialKalai
Book : 'Itiqaad Ahl Us Sunnah
Volume : 4
Page : 753
Hadith number : 1403

# 22
From : Khateeb baghdadi
Book : Tareekh e Baghdad
Volume : 3
Page : 70
Hadith number : 1032

# 23
From : 'Asqalani
Book : Tahdeeb At tahdheeb
Volume : 5
Page : 147
Hadith number : 290

# 24
From : Ibn e hajr 'Asqalani
Book : Al Asabah
Volume : 6
Page : 239

# 25
From : Ibn e Hajr 'Asqalani
Book : Ta'jeel Al Munfi'ah
Volume : 1
Page : 542
Hadith number : 1518

# 26
From : Ibn e 'Abdul Barr
Book : Al Isti'ab
Volume : 4
Page : 1488
Hadith number : 2582

# 27
From : Zahabi
Book : Sayyir Al 'Alaam An Nubala
Volume : 7, 11
Page : 384, 110

And he said, This hadith have Salih chain.

# 28
From : Jalal ud Din Suyuti
Book : khasais Al Kubra
Volume : 1
Page : 18

# 29
From : Jalal ud Din Suyuti
Book : Alhawi lil fatawa
Volume : 2
Page : 100

# 30
From : Ibn e Katheer
Book : Al Badayah wan nahayah
Volume : 2
Page : 307, 320-321

# 31
From : Jarjaani
Book : Tareekh e jarjaan
Volume : 1
Page : 392
Hadith number : 653

# 32
From : Qastalani
Book : Mawahib Al laduniya
Volume : 1
Page : 60

# 33
From : Haithami
Book : Majma' Az Zawaid
Volume : 8
Page : 122

# 34
From : Abu Sa'd An Neshaburi
Book : Sharaf Al Mustafa
Volume : 1
Page : 286
Hadith number : 75

********************­**************

Hadith 3:-

তাবলিগ জামাতের নেতা আশরাফ আলী থানভী
তার বিখ্যাত কিতাব "নুশর আত ত্বীব" এ বর্ননা করেছেন যে --
Asraf Ali Thanwi has mentioned a Hadith in his book نشر الطیب فی ذکر النبی الحبیب صلی اللہ علیہ وسلم that----

----- Hazrat Ali bin Al-Hussain (Zainul Abdeen) narrated from ''''''his father Hazrat Hussain (رضی اللہ عنہ) '''''''and he narrated from ''''''his father (Hazrat Aliرضی اللہ عنہ)''''''' that the Prophet (صلی اللہ علیہ وسلم) said:

হযরত আলি বিন আল-হোসাইন [ ইমাম জয়নুল আবেদিন (রা) ] ওনার পিতা ইমাম হোসাইন (রা) থেকে তিনি ওনার পিতা হযরত আলি (রা) থেকে বর্ননা করেছেন যে রাসুলুল্লাহ (সা) বলেছেন,

----- :“I was a '''''noor (light)'''''' in front of my Lord some fourteen thousand years before the birth of Hazrat Adam (علیہ السلام).”

আমি আমার প্রভুর সামনে আদম (আ) সৃষ্টিরও প্রায় ১৪ হাজার বছর পুর্বে একটা নুর হিসেবে বিদ্যমান ছিলাম।

---- There are some more traditions which prove that the noor of the Prophet (صلی اللہ علیہ وسلم) was created in the earliest time, some traditions say that his noor was created before the Tablet, the Pen, earth, sky and even before all creatures.

এমন অনেক ধরনের বর্ননা প্রমান করে যে রাসুলুল্লাহ (সা) এর নুর সর্বপ্রথমে (earliest)
সৃষ্টি হয়েছিল,  কিছু কিছু বর্ননা (মানে হাদিস) বলে যে লাওহ-কলম, পৃথিবী- আকাশ এমনকি সবকিছুর পুর্বে রাসুলুল্লাহ (সা) এর নুর সৃষ্টি হয়েছিল।

উনার বিখ্যাত কিতাব “Nashr ut Teeb fi Dhikr il Nabbiyal Habeeb” এ হাদিস লিখেছেন। স্ক্যান কপিসহ দেখুনঃ

http://­salafiaqeedah.blogspo­t.com/2012/05/­deobandi-fabrication-­in-nashr-ut-teeb.htm­l

তাছাড়া এই উত্তর দেওবন্দের আন্তর্জাতিক website এর ফতোয়া দেখুন :-

Question: 3126 >Is the Prophet peace be upon him’s nur the first thing to be created? Also, was it created before Adam alayhis salam’s? Answer: 3126 Jan 29,2008 (Fatwa: 903/876=D)

ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়ার ওয়েবসাইটের লিঙ্ক – ->>> http://darulifta-deoband.org/showuserview.do?function=answerView&all=en&id=3126


Hadith no 4 :


حدثنا الحسن قثنا أحمد بن المقدام العجلي قثنا الفضيل بن عياض قثنا ثور بن يزيد عن خالد بن معدان عن زاذان عن سلمان قال سمعت حبيبي رسول الله صلى الله عليه وسلم يقول كنت انا وعلي نورا بين يدي الله عز وجل قبل ان يخلق آدم بأربعة عشر ألف عام فلما خلق الله آدم قسم ذلك النور جزءين فجزء أنا وجزء علي عليه السلام


Salman (ra) narrates that he heard the beloved Prophet (صلى الله عليه وسلم) say: I along with Ali were Nur in hands of Allah, 14000 years before he created Adam

Reference

★ Imam Ahmed bin Hanbal in Fadhail as Sahaba, Volume No. 2,Page No. 663, Hadith No 1130


★ Al Muhibb al Tabari narrates this tradition on the authority of Salman  from the Prophet (pbuh&hp) in al Riyad al Nadirah, ii, 163:

★ Ahmad ibn Hanbal in al Fada'il;

★ Sibt ibn al Jawzi in Tadhkirat Al­khawass, 46;

★ Abu Hatim Muhammad ibn Idris al Razi in Zayn al Fata fi tafsir Surat Hal ata, MS.;

★ This tradition has also been narrated by also Ibn Mardawayh, Ibn Abd al Barr, al Khatib al Baghdadi, Ibn al Maghazili, al-Asimi, Shiruyah al Daylami and others from Imam Ali , Salman , Abu Dharr , Anas ibn Malik , Jabir ibn Abd Allah  and other Companions.



★★★ বিভিন্ন ইসলামিক Scholars দের নুর সম্পর্কে আকিদা :-


1) Imam Fakhr ud din Razi (Rahimuhullah)

أن الملائكة أمروا بالسجود  لآدم لأجل أن نور محمد عليه السلام في جبهة آدم.

Translation: The Angels were ordered to prostate to Adam because there was Nur of Muhammad(صلى الله عليه وسلم) in forehead of Adam

Reference
►Imam Fakhr ud din Razi in Tafsir ul Kabir, Volume No. 2, Page No. 302


2) Imam Jalal ud din Suyuti (Rahimuhullah)

Imam Jalal ud din Suyuti (Rahimuhullah) said: Ibn Sabih (R.A) said that the shadow of Prophet (صلى الله عليه وسلم) did not fall on ground , because the "PROPHET WAS NUR"

Reference
►Al Khasais ul Kubra of Imam Suyuti, Volume No. 1, Page No. 169

3) Imam Abu Hanifa (Rahimuhullah)

Imam Abu Hanifa (Rahimuhullah) said: You are the Nur from which even the moon of 14th night receives light, and from your Nur is the sun shinning

Reference

►Qasida al Nauman, Page No. 23



 4) Mullah Ali Qari (rah) beautifully said:

الأوّل الحقيقي هو النور المحمدي على ما بينته في المورد للمولد

Translation: The first reality is the “NUR-AL-MUHAMMADI” as I have mentioned in my book Al-Mawrid lil-Mawlid [Mullah Ali Qari in Mirqat, Sharh al Mishqaat (1/289), Published by Dar ul Fikr, Beirut, Lebanon]


5) Mujaddad Alf Thaani (Rahimuhullah)

Prophet (صلى الله عليه وسلم) is created from (created) Nur of Allah, just as Prophet (صلى الله عليه وسلم) mentioned himself.

Reference

►Maktubat Mujaddad Alf Thani

7) Sheikh Muhadith Haq Dhelvi (Rahimuhullah)

6) Sheikh Muhadith Haq Dhelvi (Rehmat'Ullah Alaih) said: The source of creation, universe, creation of Adam is Nur of Muhammad (صلى الله عليه وسلم), hence It has come in Sahih hadith that the first thing which Allah created was My Nur


Reference

►Madarij ul Nabuwah, Volume No.2, Page No. 2

7) Sheikh ul Akbar, Muhayuddin Ibn Arabi (Rahimuhullah) proves that:

Nur of Prophet (صلى الله عليه وسلم) was the first of creation [Fatukhat al Makiyyah Volume No. 1, Page No. 119]



8) Sheikh Abdul Qadir al Jilani (Rahimuhullah) said in his book Sirr-al-Asrar:


سر الأسرار إلى عبد القادر الجيلاني ، معي الآن مقطع منه فيما يتعلق بهذه الفقرة، يقول: ' اعلم وفقك الله لما يحب ويرضى، لقد خلق الله تعالى روح محمد صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أولاً: من نوره وجماله،

Allah created the Ruh of Muhammad (Peace be upon him) from his Nur of beauty [Al-Sirr al Israr]

9) Shah Abdur Rahim Dhelvi (Rahimuhullah) the father of great Shah Wali Ullah Muhadith Dhelvi (rah) said:

Every creation from Arsh to land, the angels, the Jinns are created from the Haqiqat al Muhammadiyah and Prophet (Peace be upon him) has himself said: The first thing which Allah created was my Nur [Infaas ar Rahmiyah, Page No. 13]



10) Shah Wali Ullah Muhadith Dhelvi (Rahimuhullah) has narrated in Fayudh al Haramayn the hadith of Allah first creating the Nur of Muhammad (salallaho alaihi wasalam) and he has not rejected it.



11) Ismail Dhelvi the founder of Wahabi sect in Sub continent said:

The Status of Khatam an Anabiyeen (salallaho alaihi wasalam) is that he is the first of creation, as the the hadith of Allah first creating Nur of Muhammad (salallaho alaihi wasalam) testifies [Risala Yak Roza]












No comments:

Post a Comment