মহামারী থেকে বাঁচার দোয়া
🖋ইউসুফ মুহাম্মদ সালাহ উদ্দীন শাহ্
মহামারী থেকে বাঁচতে নুরনবী (ﷺ) এর স্বপ্নে শিখিয়ে দেওয়া দোয়া
*********************************
▪মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য এক এলাকার নেক্কার লোকেরা বেশি বিশি দরুদ শরীফ পড়তে লাগলো। বিশেষ করে নিম্মোক্ত দরুদ শরীফখানা
اللهم صل على محمد وعلى ال محمد صلاة تعصمنا بها من الأهوال والآفات وتطهرنا بها من جميع السيئات.
অতপর ইবনে আবি হাজলাহ্ বর্ণনা করেন, উক্ত এলাকায় যখন কতক নেক্কার লোকদের মাঝে ব্যাপকহারে মহামারি ছড়িয়ে পড়ে একজন আশেকে রাসুল রাত্রে নবী করীমন(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা)কে স্বপ্নে সাক্ষাত লাভ করলো এবং তিনি মহামারি ব্যাধির অভিযোগ করলে প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা) তাকে এই দোয়াটি পড়ার জন্য শিখিয়ে দিলেন।
▪ اللهم إنا نعوذ بك من الطعن والطاعون وعظيم البلاء فى النفس والمال والأهل والولد
الله أكبر الله أكبر الله أكبر
مما نخاف ونحذر
الله أكبر الله أكبر الله أكبر
عدد ذنوبنا حتى تغفر
الله أكبر الله أكبر الله أكبر
وصلى الله على محمد وآله وسلم
الله أكبر الله أكبر الله أكبر
اللهم شفعت نبيك فينا فأمهلتنا وعمر بنا منازلنا فلا تهلكنا بذنوبنا يا أرحم الراحمين.
উচ্চারণ: আআল্লাহুম্মা ইন্না- নাউ-যুবিকা মিনাত্বা'নি ওয়াত্বা-উ-নি ওয়া আযি-মিল বালা-য়ি ফিন্নাফছি ওয়ালমা-লি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি আল্লাহু আকবারু আকবারু আল্লাহু আকবারু মিম্মা নাখা-ফু ওয়ানাহযিরু আল্লাহু আকবারু আদাদা যুনু-বিনা হাত্তা তাগফিরা আল্লাহু আকবারু আল্লাহু আকবারু আল্লাহু আকবারু ওয়াছাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াছাল্লামা আল্লাহু আকবারু আল্লাহু আকবারু আল্লাহু আকবারু আল্লাহুম্মা শাফ্ফা'তা নাবিয়্যিকা ফি-না ফাআমহিলতানা ওয়াআমারতা বিনা মানাযিলানা ফালা-তুহলিকনা বিযুনু-বিনা ইয়া আরহামার রা-হিমী-না।
▪সুত্র-সাআদাতুদ্দারাইন ফিচ্ছালাতি আলা ছায়্যিদিল কাওনাইন, পৃ-৩৫৫,৬৭৫.
♦মহামারি থেকে বাচঁতে ইমাম আযম আবু হানিফা(রহ.)'র পরীক্ষিত দোয়া:
-----------------------------------
♦নিয়ম: যে ব্যক্তি পবিত্রাবস্থায় নিম্মোক্ত দোয়া নিয়মিত পড়বে বা কাগজে লিখে নিজের সাথে রাখবে অথবা ঘরের মধ্যে সংরক্ষন রাখবে মহান আল্লাহ্ তাআলা এর বরকতে তাকে এবং তার পরিবারবর্গ সকলকে মহামারির অনিষ্টতাএবং যাবতীয় কঠিন বিপদআপদ থেকে রক্ষা করবেন।
♦দোয়াখানা এই,
بسم الله الرحمن الرحيم اللهم إنى أسألك بعدد خلقك بعزة عرشك برضا نفسك بنور وجهك بمغلب علمك بغاية قدرتك ببسط رأفتك بحق حقيقة شكرك بمنتهى رحمتك بإدراك مشيئتك بكل صفاتك بتمام وصفك بنهاية اسمائك بمكنون سرك بجميل سترك بجزيل فضلك بكمال منك بفيض جودك بشديد غضبك بسابق رحمتك بأعداد كلماتك بتفريد فردانيتك بتوحيد وحدانيتك ببقاء بقائك بعزت ربوبيتك بعظمة كبريائك بجاهك بجلالك بكمالك بأفعالك بإنعامك بسيادتك بملكوتيتك بجباريتك بمنانيتك بعطفك بلطفك ببرك وبإحسانك بحقك وبحق حقك أن تجعل لنا فرجا ومخرجا وشفاء من الهموم والغموم والوباء والبلاء وجميع الآفات والعاهات فى الدنيا والآخرة وبحق كهيعص وبحق طه ويس وص وبحق حمعسق وبحق إنا فتحنا لك فتحا مبيناً يا أرحم الراحمين.
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহুম্মা ইন্নি- আছআলুকা বিআদাদি খালক্বিকা বিইয্যাতি আরশিকা বিরাদ্বা নাফছিকা বিনু-রি ওয়াজহিকা বিমাগলাবি ইলমিকা বিগা-য়াতি ক্বুদরাতিকা বিবাছতি রা'ফাতিকা বিহাক্বি হাক্বী-ক্বাতি শুকরিকা বিমুনতাহা- রাহমাতিকা বিইদরা-কি মাশি-আতিকা বিকুল্লি ছিফা-তিকা বিতামা-মি ওয়াছফিকা বিনিহা-য়াতি আছমা-য়িকা বিমাকনু-নি ছিররিকা বিজামি-লি ছাতারিকা বিজাযি-লি ফাদ্বলিকা বিকামা-লি মিনকা বিফায়দ্বি জু-দ্বিকা বিশাদী-দি গাদ্বাবিকা বিছা-বিক্বি রাহমাতিকা বিআ'দা-দি কালিমা-তিকা বিতাফরী-দি ফারদা-নিয়্যাতিকা বিতাওহী-দি ওয়াহদা-নিয়্যাতিকা বিবাক্বায়ি বাক্বায়িকা বিইয্যাতি রাবু-বিয়্যাতিকা বিআযমাতি কিবরিয়া-ইকা বিজা-হিকা বিজালা-লিকা বিকামা-লিকা বিআফআ-লিকা বিইনআা-মিকা বিছিয়া-দাতিকা বিমালাকু-তিকা বিজাব্বা-রিয়্যাতিকা বিমানা-নিয়্যাতিকা বিআতফিকা বিলুত্বফিকা বিবিররিকা ওয়াবিইহছা-নিকা বিহাক্বিকা ওয়াবিহাক্বি হাক্বিকা আন তাজআলা লানা ফারজা ওয়ামাখরাজা ওয়াশিফাআম্মিনাল হামু-মি ওয়ালগামু-মি ওয়ালওয়াবা-য়ি ওয়ালবালায়ি ওয়াজামিঈল আ-ফা-তি ওয়ালআ-হা-তি ফিদ্দুনয়া ওয়াল আ-খিরাতি ওয়াবিহাক্বি কা-ফ হা-আইন-ছোয়া-দ ওয়াবিহাক্বি ত্বা-হা- ওয়া ইয়া-ছী-ন ওয়া চোয়া-দ ওয়াবিহাক্বি হা-মী-ম আই-ন ছী-ন ক্বা-ফ ওয়াবিহাক্বি ইন্না ফাতাহনা- লাকা ফাতহাম মুবি-না,
ইয়া- আরহামার রা-হিমী-না।
♣সুত্র- ছাআদাতুদ্দারাইন ফিচ্ছালাতি আলা ছায়্যিদিল কাওনাইন ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামা, পৃ-৬৭৩।
কৃত- আল্লামা ইউসুফ বিন ইসমাঈল আন্নিবহানি (রহ.)
মহামারি থেকে বাচঁতে গাউসে পাক (রা.)'র সংকলিত দোয়া।
-----------------------------------
♣মহামারি থেকে বাচঁতে আলে রাসুল(صلى الله عليه وسلم ) আহমদ শাহ্ হুজুরের শেখানো দোয়াটি গাউসে পাক আব্দুল কাদের জিলানী(রা.)'র গুনিয়াতুত্বালিবীন গ্রন্থের ৬২নং পৃষ্ঠায় রয়েছে।
আসুন নিয়মিত ওষুধ হিসেবে তিলাওয়াত করি।
এমর্মে বর্ণিত হাদিসখানা নিম্মরুপ।
عَنْ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ رَأَى صَاحِبَ بَلَاءٍ، فَقَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا، إِلَّا عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلَاءِ كَائِنًا مَا كَانَ مَا عَاشَ ". حكم الحديث: حسن
* তিরমিযি শরীফ, হাদিস নং-৩৪৩১,৩৪৩২, *ইবনে মাজাহ্ শরীফ, হাদিস নং -৩৮৯২
অর্থ-হযরত ওমর (রা.)হতে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেন যে ব্যক্তি কোন বিপদগ্রস্থ (মহামারি বা এ জাতীয় কঠিন ব্যাধিতে আক্রান্ত) লোক দেখবে তাকে দেখে যেন বলে।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
উচ্চারণ: "আলহামদুলিল্লাহিল্লাযি আ-ফা-নী- মিম্মাবতালাকা বিহি ওয়াফাদ্বালানী- আলা- কাছীরিম্ মিম্মান খালাক্বা তাফদ্বী-লা-"।