নবিজীর (সাঃ) পবিত্র বংশধরগণের সুউচ্চ শান-মর্যাদা পবিত্র কুরআন ও হাদীস শরীফে বর্ণিত হয়েছে অগণিতবার।
আওলাদে রাসুলগণকে ভালবাসা, আল্লাহর পবিত্র হুকুম এবং উম্মতদের নিকটে নবিজীর (সাঃ) একমাত্র চাওয়া।
পবিত্র কুরআনের সূরা শুরা'র ২৩ নং আয়াতে আল্লাহ্ পাক বলেন,
"হে আমার হাবীব (সাঃ)! আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে, দুনিয়াতে এই রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যে কষ্ট-সাধনা করেছেন, এর বিনিময়ে আপনি তাদের (উম্মতদের) নিকটে কিছুই চান না। শুধু তারা যেন আপনার আহলে বায়াতকে ভালবাসে।"
আওলাদে রাসুল (সাঃ) গণ পরিপূর্ণ পুতঃপবিত্র...
সূরা আহযাব এর ৩৩ নং আয়াতে, মহান আল্লাহ্ বলেনঃ
" নিশ্চয়ই আল্লাহর একান্ত ইচ্ছা যে, তিনি নবিজীর (সাঃ) আহলে বায়াতকে সমস্ত পাপাচার হতে মুক্ত রেখে, তাদেরকে পরিপূর্ণরূপে পুতঃপবিত্র করে রাখবেন।"
প্রিয় নবিজী (সাঃ) বলেন,
"নিশ্চয়ই আমার আহলে বায়াতের উদাহরণ হল, হযরত নূহ নবী (আঃ) এর নৌকার ন্যায়। যারা তাতে আরোহন করল, তারা মুক্তি পেল। আর যারা বিরত থাকল, তারা ধ্বংস হল।"
[ মিশকাত শরীফ ]
পবিত্র বিদায় হজ্বের ভাষণে, হযরত রাসুলে কারীম (সাঃ) বলেছেন,
"আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি:
১) আল্লাহর কিতাব ২) আমার আহলে বায়াত। তোমরা যত দিন এ দুটিকে আকড়াইয়া ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না।"
তাদের মর্যাদা এতই মহৎ যে, এমনকি সালাতেও দরূদ শরীফ পাঠের সময়, প্রিয় নবিজীর (সাঃ) সাথে সাথে তার পবিত্র বংশধরগণকেও সালাম দিতে হয়।
মহান আল্লাহ্, আমাদের সকলকে মহাসম্মানিত আহলে বায়াতগণকে পরিপূর্ণ আদব, শ্রদ্ধা ও ভালবাসার সৌভাগ্য নসীব করুন।
আমিন।
No comments:
Post a Comment