রেজাউল করিম আবরার সাহেব শেষ পর্যন্ত মুস্তাহাব (শরীয়তের একটি হুকুম) এর সংজ্ঞা নিয়ে আপনি ধোঁকাবাজি করলেন !?
** দুররুল মুখতার কিতাব থেকে মুস্তাহাবের সংজ্ঞা উল্লেখ করেছেন। সেখানে মূলত লেখা আছে
هو ما فعله النبي ص مرة و تركه أخرى و ما أحبه السلف.
অর্থাৎ যা নবীজি একবার হলেও করেছেন এবং ছেড়েও দিতেন এবং সালাফে সালেহীনগন যা ভালো মনে করতেন
**/আর আপনি সংজ্ঞাটির প্রথম অংশ উল্লেখ করেছেন আর শেষ অংশটি বাদ দিয়ে পড়েছেন।
*/অথচ দুরুল মুখতারের এই সংজ্ঞাটি বিশেষ করে শেষ অংশটি মোল্লা জিওয়ান তার নুরুল আনওয়ার কিতাবে এবং ওবায়দুল্লাহ আসআদি তার মুজায কিতাবে এনেছেন।
*/আপনি বলতে চেয়েছেন মুস্তাহাব শুধু নবীজির কথা কর্ম ও মৌন সম্মতি থেকে সাব্যস্ত হয় কিন্তু সালাফে সালেহীনদের সম্মতির দ্বারাও যে মুস্তাহাব সাব্যস্ত হয় হয় সেটা আপনি মানতে চান না অথচ ফতোয়ায়ে শামীর সংজ্ঞার শেষ অংশ দ্বারা সেটা প্রমাণিত হয়ে গেল।
আর দেওবন্দের বিশেষ ফকীহ ওবায়দুল্লাহ আসআদিও তার কিতাবে সেটা স্পষ্ট উল্লেখ করেছেন।
নিচে সেই কিতাবগুলোর স্কিনশর্ট দিয়ে দিলাম।
এইসব প্রতারনা ও ভন্ডামি ছাড়ুন। আপনাদের বহস ও বিতর্ক ফেতনা ও অহমিকায় পরিপূর্ণ হয়েছে। এতে ক্ষতি ছাড়া কোনও কল্যাণ নেই।
No comments:
Post a Comment