Pages

Tuesday, December 7, 2021

দরসে হাদিসঃ ১০টি বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর আদেশ

দরসে হাদিসঃ ১০টি বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর  আদেশ।

হযরত মুআয রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি জিনিসের আদেশ দিয়েছেন। হুজুর ইরশাদ করেন-
১. মহান রবের সাথে কাউকে শরিক করোনা, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা জ্বালিয়ে দেওয়া হয়।
২. স্বীয় মাতা-পিতার নাফরমানি করোনা, যদিও তারা তোমাকে ঘরবাড়ী ও সম্পদ থেকে বের হয়ে যাবার আদেশ দেন।
৩. ফরয নামায ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিও না, কেননা কেউ স্বেচ্ছায় ফরয নামায ছেড়ে দিলে তার উপর থেকে আল্লাহর করুণার দায়িত্ব চলে যায়।
৪. কখনো মদ পান করোনা, কারণ সেটা সমস্ত অশ্লীলতার শির।
৫. গুনাহ থেকে নিজেকে রক্ষা  করো, কেননা গুনাহ'র কারণে আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ হয়।
৬. জিহাদ থেকে পালানো থেকে বেঁচে থাকো, যদিও লোকেরা মারা যায়।
৭. আর যখন মানুষকে মহামারির মৃত্যু স্পর্শ করে আর তুমি তাদের মধ্যে থাকো, তাহলে তুমি সেখানে অটল থাকো।
৮. নিজের উপার্জন থেকে পরিবার-পরিজনের জন্য ব্যয় করো।
৯. স্বীয় আদব শিক্ষাদানের লাঠি তাদের (পরিবার-পরিজন) উপর থেকে তুলে নিও না।
১০. তাদেরকে আল্লাহর ভয় দেখাও।

সূত্র- মুসনাদে আহমদ, মিশকাতুল মাসাবীহ হাদিস নং-৫৫।

No comments:

Post a Comment