Pages

Tuesday, March 26, 2024

আলেম,আবেদ ও সূফী!


ইমাম আবুল আব্বাস আহমদ যারুক্ব আল-ফাসী রহ. বলেন: 

• আলেমগণ নবিজি ﷺ হতে তাঁর বাণীসমূহের ওয়ারিশ হন৷ 
• আবেদগণ নবিজি ﷺ হতে তাঁর কর্মসমূহের ওয়ারিশ হন৷ 
• আর সূফীগণ নবিজি ﷺ হতে তাঁর বাণী ও কর্ম উভয়ের ওয়ারিশ হন; সাথে সুন্দর চরিত্রের অধিকারীও হন। 

* অতএব আলেমের উৎসমূল হলো এ আয়াত—وَ قُلۡ رَّبِّ زِدۡنِیۡ عِلۡمًا
❝তুমি বল, ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।❞(সূরা ত্বহা:১১৪) 

* আবেদের শক্তি হলো—❝নবিজিﷺ-র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, যার ফলে নবিজির কদম মোবারক ফুলে যেত।❞ 

* আর সূফীর ভিত্তি হলো এ আয়াত—وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ 
❝আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।❞ (সূরা কলম:৪) 

মুকাদ্দামাতুত্ তাসাউফ:৪-৫ পৃ.। 

No comments:

Post a Comment