কলমের পূর্বের সৃষ্টি কি?


সহীহ রেওয়াত দ্বারা স্পষ্ট জানা যায়, কলম সৃষ্টি হওয়ার বহু পূর্বে আল্লাহর আরশ সৃষ্টি হয়েছে।

যেমন সহীহ হাদিসে আছে-

“হযরত আব্দুল্লাহ ইবনে আমরرضي الله عنه  হতে বর্ণিত,আল্লাহর রসুল ﷺ বলেছেনঃ  নিশ্চয় আল্লাহ পাক তাকদীর সৃষ্টি করেছেন আসমান-জমীন সৃষ্টির ৫০ হাজার বছর আগে,আর তখন “আল্লাহর আরশ” ছিল পানির উপরে।”

রেফারেন্সঃ

★সহীহ মুসলিম, হাদিস নং-২৬৫৩

★তাফসীরে ইবনে কাসীর,৩য় খন্ড,৪৬৩ পৃঃ

★ইমাম খারকুশীঃ শরফুল মোস্তাফা,১ম খন্ড,৩১০পৃঃ।



এই হাদিস দ্বারা বুঝা যায়,কলম দ্বারা লিখিত “তাকদীর” সৃষ্টি করার ৫০ হাজার বছর পূর্বেও “আল্লাহর আরশ” পানির উপর ছিল।



এর সমাধান দিয়েছেন দিয়েছেন বোখারী শরীফের ব্যাখ্যা “ইরশাদুস শারী ফি শরহে সহীহুল বোখারী” লেখক ইমাম ইবনে হাজর কাস্তালানী রহঃ(ওফাত ৯২৩ হিজরী) তাঁর তদীয় কিতাবে উল্লেখ করেন-

” হাফিজ আবু ইয়ালা হামদানী রহঃ বলেনঃ অধিক বিশুদ্ধ মত হল, আল্লাহর আরশ সৃষ্টি হয় কলম সৃষ্টির পূর্বে। যেমনটি আবদুল্লাহ ইবনে আমরرضي الله عنه থেকে সহীহ সূত্রে প্রমাণিত আছে যে,আল্লাহর রসুল ﷺ বলেছেনঃ  নিশ্চয় আল্লাহ পাক তাকদীর সৃষ্টি করেছেন আসমান-জমীন সৃষ্টির ৫০ হাজার বছর আগে,আর তখন “আল্লাহর আরশ” ছিল পানির উপরে।”

রেফারেন্সঃ

ইমাম কোস্তালানী কৃতঃ মাওয়াহেবে লাদুন্নিয়া,১ম খন্ড,৪৮পৃঃ ।



সুতারাং কলমের পূর্বে আল্লাহর আরশ সৃষ্টি করা হয়েছে এটাই বিশুদ্ধ অভিমত।
কলমের পূর্বের সৃষ্টি কি? কলমের পূর্বের সৃষ্টি কি? Reviewed by মইনীয়া যুব ফোরাম on 10:20 PM Rating: 5

No comments:

Powered by Blogger.