♣ ৯ম হিজরির মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদে যামান,আল্লামা হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবে লিখেন-
قالت ام الـمؤمنين حضرت عائشة الصديقة عليها السلام لما مرض ابى اوصى ان يوتى به قبر النبى صلى الله عليه وسلم ويستأذن له ويقال هذا ابو بكر الصديق عليه السلام يدفن عندك يا رسول الله صلى الله عليه وسلم فان اذن لكم فادفنون وان لم يؤذن لكم فاذهبوا بى الى البقيع فاتى به الى الباب فقيل هذا ابو بكر الصديق عليه السلام قد اشتهى ان يدفن عند رسول الله صلى الله عليه وسلم وقد اوصانا فان اذن لنا دخلنا وان لم يؤذن لنا انصرفنا فنودينا ادخلوا وكرامة سمعنا كلاما ولم نر احدا.
وقال حضرت على كرمه الله وجهه عليه السلام فى رواية اخرى رأيت الباب قد فتح فسمعت قائلا يقول ادخلوا الحبيب الى حبيبه فان الحبيب الى الحبيب مشتاق.
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা (রাঃ) তিনি বলেন, যখন আমার পিতা অসুস্থ হয়ে যান, তখন তিনি ওসিয়ত করলেন যে আমার বিছালী শান মুবারক প্রকাশের পর আমাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক (ﷺ) উনার পবিত্র রওযা মুবারকের নিকটে নিয়ে গিয়ে অনুমতি প্রার্থনা করতঃ একথা বলবেন যে, “ইয়া রসূলাল্লাহ (ﷺ)। এই যে, হযরত ছিদ্দীক্বে (রাঃ) তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক (ﷺ) উনার নিকটে সমাধিস্থ হওয়ার ইচ্ছুক। আর তিনি আমাদেরকে অসিয়ত মুবারক করেছেন যে, যদি আপনি আমাদেরকে অনুমতি মুবারক দান করেন তবে আমরা প্রবেশ করবো। নতুবা আমরা ফিরে যাবো। এরূপ করার পর আমাদেরকে শুনানো হলো যে, আপনারা উনাকে প্রবেশ করিয়ে দিন অর্থাৎ দাফন মুবারক করুন। আমরা এ পবিত্র কালাম শরীফ শুনলাম কিন্তু কাউকে আর দেখলাম না। অন্য এক রিওয়ায়েতে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আমি দেখলাম দরজা মুবারক এমনিভাবেই খুলে গেছে। আর আমি একথা বলতে শুনলাম যে, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দিন। একথা নিশ্চিত যে, বন্ধু বন্ধুর সঙ্গে মিলনের আশিক্ব হন। সুবহানাল্লাহ!
★ ইমাম জালালুদ্দিন সুয়ূতী (রহঃ) : আল খাছাইছুল কুবরা ২য়, খ-, ২৮২ পৃষ্ঠা
★ ইমাম জালালুদ্দিন সুয়ূতী (রহঃ) : আল খাছাইছুল কুবরা ২য়, খ-, ২৮২ পৃষ্ঠা
উপরোল্লিখিত রিওয়ায়েত দ্বারা হযরত ছিদ্দীক্বে আকবার (রাঃ) উনার বিশ্বাস স্পষ্টভাবে প্রকাশিত হলো যে, তিনি অসিয়ত মুবারক করেছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক (ﷺ) ওনার ওফাতের পরও নিশ্চই সিদ্দিকে আকবর (রাঃ) এর ডাকে সারা দিবেন ওনার মনের বাসনা পূর্ণ করবেন।
♣ উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিতঃ
روى حضرت ام المؤمنين عائشة الصديقة عليها السلام انها كانت تسمع صوت الوتد والمسمار يضرب فى بعض الدور المطنبة لمسجد رسول الله صلى الله عليه وسلم فترسل اليهم لا تؤذوا رسول الله صلى الله عليه وسلم.
অর্থ: তিনি মসজিদে নববী শরীফ উনার সংলগ্ন ঘরসমূহ হতে পেরেকের শব্দ শুনলে মিস্ত্রীর নিকট পয়গাম পাঠিয়ে দিতেন যে, এরকম শব্দ করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দিবেন না।
★ ইমাম তকিউদ্দীন সুবকি (রহঃ) : শিফাউস সিক্বাম- ১৫৫ পৃষ্ঠা
★ ইমাম তকিউদ্দীন সুবকি (রহঃ) : শিফাউস সিক্বাম- ১৫৫ পৃষ্ঠা
রাসুলুল্লাহ (ﷺ) এর ওফাতের পরও এমন অস্বস্তিকর শব্দ দ্বারা তিনি কষ্ট পাবেন কেন? কারণ তিনি হায়াতুন্নবী (ﷺ)
নির্ভরযোগ্য হাদিস ও ঘটনা থেকে হায়াতুন্নবী (ﷺ) এর প্রমান (২) :-
Reviewed by মইনীয়া যুব ফোরাম
on
8:03 PM
Rating:
No comments: