প্রশ্নঃ "আমি মাটির তৈরি মানুষ সৃষ্টি করব" (সূরা সোয়াদ ৭১) এই আয়াতে দ্বারা কি বুঝানো হয়েছে যে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাটির তৈরি?
Answered By (Masum Billah Sunny)
জবাবঃ জ্বি না এখানে কোন তফসীরে এ কথা বলা হয় নি বরং মাটি দ্বারা "আদম (আ) কে তৈরির কথাই বলা হয়েছে।
আসুন এই আয়াতের ব্যখ্যা জগতবিখ্যাত মুফাসসীরগণের তফসীর থেকে দেখে নেইঃ
১) তফসীরে কাঞ্জুল ইমানঃ হিজরি চচতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ'লা হযরত ইমাম আহম্মদ রেজা খান বেরলভী (রহঃ)
Answered By (Masum Billah Sunny)
জবাবঃ জ্বি না এখানে কোন তফসীরে এ কথা বলা হয় নি বরং মাটি দ্বারা "আদম (আ) কে তৈরির কথাই বলা হয়েছে।
আসুন এই আয়াতের ব্যখ্যা জগতবিখ্যাত মুফাসসীরগণের তফসীর থেকে দেখে নেইঃ
১) তফসীরে কাঞ্জুল ইমানঃ হিজরি চচতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ'লা হযরত ইমাম আহম্মদ রেজা খান বেরলভী (রহঃ)
২) তফসীরে ইবনে কাসীরঃ ইমাম ইবনে কাসীর (রহঃ)
৩) তফসীরে জালালাইনঃ হাফিজুল হাদিস ইমাম জালালুদ্দিন সুয়ুতী (রহঃ)
৪) তফসীরে মাযহারীঃ ইমাম কাজী সানাউল্লাহ পানিপথী (রহঃ)
৫) তাবলিগ জামাতের অন্যতম মুফাসসির কর্তৃক প্রণীত, তফসীরে মা'আরেফুল কুরআনঃ মুফতী মুহাম্মদ শফী।
"আমি মাটির তৈরি মানুষ সৃষ্টি করব" এই আয়াতের ব্যখ্যা ইমামগণের তফসীর থেকেঃ
Reviewed by মইনীয়া যুব ফোরাম
on
8:11 PM
Rating:
No comments: