মিলাদের মধ্যে কিয়াম নিয়ে বিরোধীপক্ষের একটি আপত্তি " আগে সালাম পরে কালাম " না হয়ে আগে কালাম পরে সালাম কেন ?
" মিলাদের মধ্যে কিয়াম নিয়ে বিরোধীপক্ষের একটি আপত্তি " আগে সালাম পরে কালাম " না হয়ে আগে কালাম পরে সালাম কেন ?? "
- শায়খ মহিউদ্দিন ফারুকী
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
কিয়াম বিরোধীদের অনেকেরই দাবী হল يا نبي سلام عليك ( ইয়া নাবী সালামু আ`লাইকা)। এখানে, يانبي ( ইয়া নাবী ) হল কালাম আর سلام عليك ( সালামু আ`লাইকা ) হল সালাম। অর্থাৎ,আপনারা আগে কালাম করছেন তারপর সালাম দিচ্ছেন।
অথচ হাদীস শরীফে বলা হয়েছে : السلام قبل الكلام আগে সালাম ও পরে কালাম। তাই ঐভাবে সালাম দেওয়া হাদীস দ্বারা নিষিদ্ধ প্রমানিত হয়।
🔷জবাব:-
••••••••••••••
ইহার জবাবে প্রথমত আমি বলব ! কোন বিষয়কে নিষিদ্ধ বা হারাম প্রমানিত করতে হলে দলিলে ক্বাত্য়ী বা অকাট্য দলিল প্রয়োজন। আর এখানে আপনারা দলিল হিসেবে যে হাদীসটি পেশ করেছেন ! " السلام قبل الكلام - আগে সালাম ও পরে কালাম " ! এই হাদীসটি ইমাম তিরমিযী রহমাতুল্লাহি আ'লাইহি বর্ননা করে নিজেই বলেছেন, هذا حديث منكر ( হাযা হাদীসু মুনকার ) অর্থাৎ এই হাদীসটি হচ্ছে মুনকার। আর মুনকার হাদীস দ্বারা কোন কিছুকে নিষিদ্ধ বা নাজায়েজ প্রমান করা যায় না। উসুলে হাদীসের আইন হল,মুনকার হাদীস দ্বারা ফাজায়েলের ক্ষেত্রে মুস্তাহাব সাবেত করা যেতে পারে। কোন হুরমত নিষিদ্ধতা সাবেত করা যায় না। এই হাদীস দ্বারা খুুব বড়জোর এতটুকু বলা যায় যে,আগে সালাম দিয়ে পরে কথা বলা মুস্তাহাব। কিন্তু আগে কালাম করে পরে সালাম করা নাজায়েজ বলা যাবে না যেহেতু,হাদীসটি সনদগতভাবে "মুনকার"। মিলাদের এই বাক্যটি হল নজম বা পদ্যের অংশ আর নজম বা পদ্যের ক্ষেত্রে আগে কালাম ও পরে সালাম দেওয়ার বিষয়ে অসংখ্য দলিল বিদ্যমান আছে। যেমন আল্লামা ইসমাঈল হাক্বী রহমাতুল্লাহি আ'লাইহি তদীয় তাফসীরে উল্লেখ করে বলেন,
يانبي ﷲالسلام عليك
অর্থাৎ, ইয়া নাবীয়াল্লাহি আস সালামু আ'লাইকা |
(তাফসীরে রুহুল বয়ান,৭ম খন্ড,২৭০ পৃষ্ঠা)
এবিষয়ে অসংখ্য হাদীসের মধ্যেও বহু প্রমান রয়েছে যে সাহাবায়ে কেরামগন নূর নবীজী সা.উনাকে আগে কালাম ও পরে সালাম দিয়েছেন। অর্থাৎ আগে সম্বোধন করে পরে সালাম দিয়েছেন। দলিল হিসেবে এখানে আমি একটি রেওয়ায়েত উল্লেখ করছি। যেমন ইমাম নাসাঈ রহমাতুল্লাহি আ'লাইহি তদীয় সুনানে নাসাঈ ও ইমাম তাবারানী রহমাতুল্লাহি আ'লাইহি আরেকটি সহীহ রেওয়ায়েত উল্লেখ করেছেন এভাবে,
عن كعب بن عجرۃ قل : قلن : يا رسولﷲ السلام عليك
- " হযরত কা'ব ইবনে উজরা রদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমরা বলতাম ! ইয়া রাসূলাল্লাহি আসসালামু আ'লাইক | "
( সুনানে নাসাঈ,হাদীস নং- ১২৮৭ও ১২৮৮,সুনানে কুবরা,হাদীস নং- ১২১১ ও ১২১২,মুজামুল কাবীর, হাদীস নং-২৭৪,বাদরুল মুনীর,৪র্থ খন্ড,৪২পৃষ্ঠা )
অতএব,আগে সালাম ও পরে কালাম যেমনিভাবে জায়েজ ! ঠিক তেমনিভাবে আগে কালাম ও পরে সালামও জায়েজ। বরং ইহা সহীহ সনদের হাদীস দ্বারা প্রমানিত ও শক্তিশালী আমল। তাই এবিষয় নিয়ে বিতর্ক করার আর কোন অবকাশ নেই।
মহান রাব্বুল আ'লামীন আমাদেরকে বুঝার ও সহীহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন।
মিলাদের মধ্যে কিয়াম নিয়ে বিরোধীপক্ষের একটি আপত্তি " আগে সালাম পরে কালাম " না হয়ে আগে কালাম পরে সালাম কেন ?
Reviewed by মইনীয়া যুব ফোরাম
on
5:06 AM
Rating:
No comments: