Pages

Tuesday, November 30, 2021

দরসে হাদিসঃ সামর্থ থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তির কুফল

দরসে হাদিসঃ সামর্থ থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তির কুফল 

১. হযরত আবূ হোরায়রা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু  থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে, সে অঙ্গার (জ্বলন্ত আগুন) ভিক্ষা করে। এখন চাই সে কম করুক কিংবা বেশি।

সূত্র- মুসলিম শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৭৪২।

২.হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- লোকজনের নিকট মানুষ ভিক্ষা (পেশাদার) করতে থাকে, শেষ পর্যন্ত সে ক্বিয়ামতের দিন এমনিভাবে আসবে যে, তার চেহেরায় গোশতের টুকরা থাকবে না।

সূত্র- বোখারি  ও মুসলিম শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৭৪৩।

No comments:

Post a Comment