দরসে হাদিসঃ সামর্থ থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তির কুফল
১. হযরত আবূ হোরায়রা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে, সে অঙ্গার (জ্বলন্ত আগুন) ভিক্ষা করে। এখন চাই সে কম করুক কিংবা বেশি।
সূত্র- মুসলিম শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৭৪২।
২.হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- লোকজনের নিকট মানুষ ভিক্ষা (পেশাদার) করতে থাকে, শেষ পর্যন্ত সে ক্বিয়ামতের দিন এমনিভাবে আসবে যে, তার চেহেরায় গোশতের টুকরা থাকবে না।
সূত্র- বোখারি ও মুসলিম শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৭৪৩।
No comments:
Post a Comment