দরসে হাদিসঃ জানাযা ও কবরের আদব
১. হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহা হতে বর্ণিত, তিনি নবি করিম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, হুজুর ইরশাদ করেন, যে কোন মুসলমানের মৃতের উপর মুসলমানদের এমন এক জামা'আত (জানাযার) নামায পড়ে, যাদের সংখ্যা একশ'তে পৌঁছে, যাদের সবাই তার পক্ষে সুপারিশ করে, তার অনুকুলে তাদের সুপারিশ অবশ্যই কবুল হয়।
সূত্র- মুসলিম শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৫৭০।
২. হযরত মারসাদ গানাভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ক্ববরগুলোর উপর বসো না এবং সেগুলোর দিকে নামাযও পড়ো না।
৩.হযরত আবূ হোরায়রা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কারো জলন্ত আগুনের কয়লার উপর বসা, যা কাপড়কে জ্বালিয়ে তার চামড়া পর্যন্ত পৌঁছে যায়- ক্ববরের উপর বসা অপেক্ষা উত্তম (সহজতর)।
সূত্র- মুসলিম শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৬০৫ ও ১৬০৬।
No comments:
Post a Comment