দরসে হাদিসঃ- সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা
১. হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
সূত্র- তিরমিযী ও নাসাঈ শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৯৫৫।
২. হযরত আবূ হোরায়রা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- আমলগুলো সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয়। সুতরাং আমি চাচ্ছি যেন আমার আমলগুলো এমতাবস্থায় পেশ করারহোক যে, আমি রোজারত থাকি।
সূত্র- তিরমিযী শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৯৫৬।
৩. হযরত আবূ যার রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- হে আবূ যার! তুমি যখন প্রতি মাসে তিনটি রোজা রাখবে, তখন (চন্দ্র মাসে) ১৩,১৪ ও ১৫ তারিখে রাখো।
সূত্র- তিরমিযী ও নাসাঈ শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৯৫৭।
দরসে হাদিসঃ- সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা
Reviewed by মইনীয়া যুব ফোরাম
on
4:34 AM
Rating:
No comments: