কোভিড-১৯ মহামারীতে মঈনিয়া যুব ফোরামের অবদানের সংক্ষিপ্তসার এখানে দেওয়া হল.....
24 শে মার্চ 2020 তারিখে স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা, H.E. সাইয়েদ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী। এরপর হযরত সৈয়দ মাইনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও আনজুমানের সহযোগিতায় মইনিয়া ইয়ুথ ফোরাম দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি, পিপিই, মাস্ক, স্যানিটাইজার, দরিদ্র ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় ফসল কাটা, বৃক্ষ রোপণ, শীতকালে কম্বল বিতরণে অংশগ্রহণ করে। আনজুমানে--রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া।
2020-21 এ পর্যন্ত এক লাখেরও বেশি অসহায় মানুষ মাইনিয়া যুব ফোরাম থেকে ত্রাণ সহায়তা পেয়েছে।
No comments: