পদ্মা সেতুর বুকে পা রেখেছেন আওলাদে রাসূল

 "স্বপ্ন এখন বাস্তব"❤️


আজকের দিনটা অনেক বেশি আবেগপূর্ণ আর আনন্দের দিন। কারন আজ পদ্মা সেতুর বুকে পা রেখেছেন, আওলাদ এ রাসূল (দঃ) শাহাজাদায়ে গাউছুল আজম হযরত শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (মাঃজিঃআঃ) 💫 তিনি বলেন, "এই সেতু মানুষের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও আত্মীক মেলবন্ধনকে সহজতর করবে"।


তিনি সেতুর উপর দাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও শান্তি-সমৃদ্ধি দেশ ও জাতির ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


পদ্মা সেতুর কাজ শুরু থেকে এখন পর্যন্ত কম করে হলেও হাজার নিউজ,ডকুমেন্টারি দেখছি সেতু নিয়ে। একটা ছোট আপডেট ও মিস দেইনি যা সামনে পাইছি। ছোট্ট থেকে ছোট্ট একটা নিউজ ও আগ্রহের সাথে দেখেছি।  কারন সেতুর এক এক টা সাফল্যের নিউজ আমাদের কাছে অনেক বড় ব্যাপার ছিলো,অনেক বেশি গৌরবের ছিলো। গতকাল পদ্মাসেতুর উদ্বোধন হয়ে গেলো শত বাধা বিপত্তি পেরিয়ে। ❤️ 

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা"। 

এটি দেশের দক্ষিনাঞ্চলের জনগনের পাওয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার।


বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণে উল্লেখ করেছিলো- ❝দাবায়ে রাখতে পারবা না❞

তখনের মতো এখনো কেউ দাবাতে পারে নি।


সাবাস, বাংলাদেশ,

এ পৃথিবী অবাক তাকিয়ে রয়:

জ্বলে পুড়ে-মরে ছারখার

তবু মাথা নোয়াবার নয়।


হিমালয় থেকে সুন্দরবন,হঠাৎ বাংলাদেশ

কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে।


আমার টাকায় আমার সেতু!

শেখ হাসিনার নির্ভয়ী উদ্যোগে 'আমাদের পদ্মা সেতু'।❤️


বাঙালীর আরেক গৌরবের দিন।❤️

বাঙালিদের নতুন ইতিহাস রচিত হলো।❤️


#পদ্মাসেতু  #PadmaBridge #Padmasetu #Poddasetu #padmamultipurposebridge #পাদ্মাব্রিদগেফত









পদ্মা সেতুর বুকে পা রেখেছেন আওলাদে রাসূল পদ্মা সেতুর বুকে পা রেখেছেন আওলাদে রাসূল Reviewed by মইনীয়া যুব ফোরাম on 8:16 PM Rating: 5

No comments:

Powered by Blogger.