৪টি সুন্দর রঙে মইনীয়া যুব ফোরামের ব্র্যান্ড

৪টি সুন্দর রঙে মইনীয়া যুব ফোরামের ব্র্যান্ড 'MYF' এর বিশেষ টি শার্ট পাওয়া যাবে মাইজভাণ্ডার শরীফে মইনীয়া যুব ফোরামের অফিসে। মহান ১২ই ফাল্গুনেও পাওয়া যাবে। বিক্রয় থেকে পাওয়া অর্থ মইনীয়া যুব ফোরাম মানবসেবামূলক কাজে ব্যয় করবে। আপনারা জানেন করোনা সংকট, বন্যা, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সময়ে মইনীয়া যুব ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ সকল কার্যক্রমে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। তাই মইনীয়া যুব ফোরাম বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রির উদ্যোগ নিয়েছে। আশা করি পণ্য ক্রয় করে আপনারা সকলে মানবতার জন্য অবদান রাখবেন।
#mainiayouthforum
#mjf
#মইনীয়া_যুব_ফোরাম



৪টি সুন্দর রঙে মইনীয়া যুব ফোরামের ব্র্যান্ড ৪টি সুন্দর রঙে মইনীয়া যুব ফোরামের ব্র্যান্ড Reviewed by মইনীয়া যুব ফোরাম on 2:49 AM Rating: 5

Post Comments

No comments:

Powered by Blogger.